টসের ‘দোহাই’ দিচ্ছেন না মাশরাফি

সকালটা শুরুতে রোদ ঝলমলেই ছিল। টসের একটু আগে হঠাৎ ঘনিয়ে এলো আধার, কালো মেঘে ঢাকা আকাশ। মেঘলা আকাশ বাড়িয়ে দিল টসের গুরত্ব। বাংলাদেশ হারল টস। এক পশলা বৃষ্টিও হয়ে গেল এরপর। তামিম ইকবাল ও সৌম্য সরকার ব্যাট করতে নামলেন মেঘলা আকাশের নিচে। টস হারই কি তবে কাল হলো?

ক্রীড়া প্রতিবেদক বার্মিংহাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 07:38 PM
Updated : 16 June 2017, 08:27 AM

টসটা গুরুত্বপূর্ণ ছিল, মানছেন মাশরাফি বিন মুর্তজা। তবে টস হেরেই ম্যাচ হার মানছেন না।

টসের সময় মাশরাফি জানিয়েছিলেন, জিতলে বিরাট কোহলির মতো তিনিও নিতেন বোলিং। ব্যাটিং স্বর্গ উইকেটে বোলারদের জন্য যা একটু সহায়তা, সেটি শুরুর কয়েক ওভারই। এরপরই উইকেট নিষ্প্রাণ। রান তাড়ায় ভারতকে আটকানোও কঠিন।

মাশরাফি তবু টসকে হারের বর্ম বানাতে চান না। দায় দিলেন নিজেদের ব্যাটিংকেই।

“টসটা ইংল্যান্ডে সবসময়ই গুরুত্বপূর্ণ। সকালে এখানে প্রথম ৫-৭ ওভারে আর্দ্রতা থাকতে পারে। তখন ব্যাটসম্যানের জন্য একটু কঠিন হয়। পরে নিখাদ ব্যাটিং উইকেট হয়। তবে টসের দোহাই দিয়ে লাভ নেই। আমরা গুছিয়ে নিয়েও ম্যাচ ছেড়ে এসেছি।”

“শুরুতে যে উইকেট পড়েছে, তারপরও আমরা ভালো পুষিয়ে দিতে পেরেছিলাম। তামিম ও মুশফিক দারুণ ব্যাট করেছে। এরপরই পথ হারিয়েছি। এই ধরনের পরিস্থিতিতে অনেকবারই আমরা এরকম করেছি। এখন আমাদের এখান থেকে শিখে পরে কাজে লাগাতে হবে।”

অজুহাত দাঁড় না করিয়ে অধিনায়কের ভাবনা ইতিবাচক। কণ্ঠে শেখার তাড়না। এরপর শিক্ষা কজে লাগানোর পালা!