৮ হাজারে দ্রুততম কোহলি

ওয়াডেতে সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন বিরাট কোহলি। ভারতের এই টপ অর্ডার ব্যাটসম্যান ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 04:17 PM
Updated : 16 June 2017, 08:28 AM

রেকর্ড গড়তে ডি ভিলিয়ার্সের লেগেছিল ১৮২ ইনিংস। কোহলি খেলেছেন ১৭৫ ইনিংস।

আট হাজার রানের মাইলফলক ছুঁতে বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ৮৮ রানের দরকার ছিল কোহলির। দলকে ফাইনালে নিয়ে যাওয়ার সঙ্গে গড়েছেন নিজের রেকর্ড।

সাব্বির রহমানের বলে এক রান নিয়ে ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলেন কোহলি।

সবচেয়ে কম ইনিংসে ৫, ৬ ও ৭ হাজারে পৌছানোর রেকর্ডও ছিল কোহলির অধিকারে। এর সবকটি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা।

চার হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া কোহলি অপরাজিত থাকেন ৯৬ রানে। তার ৭৮ বলের ইনিংসটি গড়া ১৩টি চারে।

সবচেয়ে কম ২০৫ ইনিংসে ৯ হাজার রানে পৌঁছানোর রেকর্ড ডি ভিলিয়ার্সের অধিকারে।