আফগানদের হারিয়ে সমতায় উইন্ডিজ

রশিদ খানের জাদুকরী বোলিংয়ে প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হওয়ার দুদিন পর আবারও ওই আফগান স্পিনারের ঘুর্ণিতেই বিপাকে পড়তে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শাই হোপের দৃঢ়তায় শেষ পর্যন্ত ছোট লক্ষ্য পাড়ি দিয়ে সিরিজে সমতা টেনেছে ক্যারিবিয়ানরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 09:52 AM
Updated : 12 June 2017, 03:52 PM

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেন্ট লুসিয়ায় ৪ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে এখন ১-১ সমতা।

ড্যারেন স্যামি স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে জেসন হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েলের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ৫১ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া অতিথিরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৩৭.৩ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

দলটির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন গুলবাদিন নাইব। ৭৩ বলের ইনিংসে দুটি করে চার-ছক্কা মারেন আট নম্বরে খেলতে আট নম্বরে খেলতে নামা নাইব। তিনি ছাড়া আর মাত্র দুজন দুই অঙ্কের ঘরে পৌঁছান। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান মোহাম্মদ নবির।

হোল্ডার, গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ ও অ্যাশলে নার্স দুটি করে উইকেট নেন।

ছোটো লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৭ রান তুলে ফেলে স্বাগতিকরা। এরপরই রশিদ খানকে বোলিংয়ে আনেন আসগর স্তানিকজাই।

প্রথম ওভারের পঞ্চম বলে কাইরন পাওয়েলকে ফেরান এই লেগস্পিনার। নিজের তৃতীয় ওভারে আরেক ওপেনার এভিন লুইসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। আর দ্রুত সময়ে জোনাথন কার্টার ও জেমস মোহামেদকে প্যাভিলিয়নে ফেরত পাঠান পেসার নাইব।

কিছুক্ষণ পর রশিদ খানের বলে রোস্টন চেইজ স্ট্যাম্পিং হলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৫/৯৮। প্রথম ওয়ানডের মতো নাটকীয়তার সম্ভাবনা জাগে। তবে একপাশ আগলে রাখা হোপ হার মানেননি। ১০.৪ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

৭৭ বলে ৩টি চারের সাহায্যে অপরাজিত ৪৮ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন।

প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা (৭/১৮) বোলিং করা রশিদ খান এদিন ২৬ রান খরচায় তিন উইকেট নেন। ব্যাট হাতে আলো ছড়ানো নাইব দুই উইকেট নিতে খরচ করেন ১৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ৩৭.৩ ওভারে ১৩৫ (নুর আলি ৮, জাভেদ ৯, রহমত ১, সামিউল্লাহ ২, আসগর ১১, নবি ১৩, আফসার ৯, গুলবাদিন ৫১, রাশিদ ৭, দওলত ৯, হামজা ০*; গাব্রিয়েল ২/২৫, হোল্ডার ২/৩৮, জোসেপ ২/১৫, নার্স ২/৩২, চেইস ১/১৫)

ওয়েস্ট ইন্ডিজ: ৩৯.২ ওভারে ১৩৮/৬ (লুইস ৩৩, পাওয়েল ১২, হোপ ৪৮*, কার্টার ২, মোহাম্মেদ ২, চেইস ৯, পাওয়েল ১৭, হোল্ডার ১১*; নবি ১/৩৩, রাশিদ ৩/২৬, গুলবাদিন ২/১৫)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)