ভিক্টোরিয়ার বিব্রতকর হারে শেষ প্রিমিয়ার লিগ

ঢাকার ক্লাব ক্রিকেটের বড় দল ভিক্টোরিয়ার বিব্রতকর হার দিয়ে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তিন দলের রেলিগেশন লিগের নিয়মরক্ষার ম্যাচে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে ৮ উইকেটে হেরেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 11:21 AM
Updated : 8 June 2017, 11:21 AM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৮.২ ওভার স্থায়ী হয় ভিক্টোরিয়ার ইনিংস।

উদ্বোধনী ব্যাটসম্যান রুবেল মিয়া (১৩) ছাড়া দুই অঙ্কে যেতে পারেননি ভিক্টোরিয়ার কেউই। উদ্বোধনী জুটির ১৬ রানই হয়ে থেকেছে সেরা জুটি।

মাসুম খান, শফিউল ইসলাম ও তানভির ইসলামের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা। মাত্র ৫ রানে ৪ উইকেট নেন মাসুম। ৪ উইকেট নিতে ২২ রান খরচ করেন শফিউল। শুরুতেই ভিক্টোরিয়াকে এলোমেলো করে দিয়ে তিনিই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

প্রিমিয়ার লিগে টিকে যাওয়া খেলাঘর ২ উইকেট হারিয়ে জিততে খেলে মাত্র ৯.২ ওভার। অমিত মজুমদার অপরাজিত থাকেন ৩৩ রানে। শফিউল, মাসুমের দ্রুত বিদায়ের পর রাফসান আল মাহমুদকে নিয়ে ম্যাচ শেষ করেন তিনি।

রেলিগেশন লিগের প্রথম ম্যাচে খেলাঘরের কাছে পারটেক্সে হারে তাদের সঙ্গে ভিক্টোরিয়ারও প্রথম বিভাগে নেমে যাওয়া নিশ্চিত হয়ে যায়। পরের ম্যাচ দুটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ১৮.২ ওভারে ৪৬ (রুবেল ১৩, রাজিব ৮, সায়েম ৫, মনির ০, মাহবুবুল ৩, আহসান ৯, সিরাজ ১, তৌহিদুল ৫, রেজা ০, মাহমুদুল ১, মুজিবর ০; শফিউল ৪/২২, তানভির ২/১৪, শামসুল ০/৫, মাসুম ৪/৫)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৯.২ ওভারে ৪৭/২ (অমিত ৩৩*, শফিউল ২, মাসুম ২, রাফসান ৮*; তৌহিদুল ০/১০, মনির ২/৯, আহসান ০/২, মুজিবর ০/২, রেজা ০/৫, মাহমুদুল ০/১৪, সিরাজ ০/৫)

ফল: খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৮ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: শফিউল ইসলাম