স্মিথের ভাবনায় তামিম-মুশফিক-মুস্তাফিজ

সংবাদ সম্মেলনে বেশিরভাগ প্রশ্নই হলো নিরাপত্তা নিয়ে। স্টিভেন স্মিথ সেসব ভাবার দায়িত্ব ছেড়ে দিলেন ম্যানেজমেন্ট ও নিরাপত্তা দলের ওপর। তবে মাঠের ভেতরের ‘নিরাপত্তা’ নিয়ে তাকেই ভাবতে হচ্ছে। অস্ট্রেলিয়া অধিনায়ক নিজেই বলছেন, বাংলাদেশ দলে বেশ কজন বিপজ্জনক ক্রিকেটার আছেন!

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 12:42 PM
Updated : 4 June 2017, 06:28 PM

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া সবশেষ ওয়ানডে খেলেছিল অর্ধ যুগেরও বেশি আগে। দুই দেশের ক্রিকেটেই তখন ছিল ভিন্ন যুগ।

অস্ট্রেলিয়া দলে তখন চলছিল পালাবদলের পালা। ২০১১ বিশ্বকাপের ঠিক পর, মাত্রই নেতৃত্ব পেয়েছিলেন মাইকেল ক্লার্ক। রিকি পন্টিং তখনও খেলছেন। এই স্মিথ চেষ্টা করছিলেন দলে জায়গা পাকা করতে।

সেই ক্লার্কের হাত ধরেই এখন বিশ্ব চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া। সেদিনের স্মিথ আজ সেরা ব্যাটসম্যানদের একজন, অস্ট্রেলিয়ার অনুপ্রেরণাদায়ী অধিনায়ক।

২০১১ বিশ্বকাপে বিতর্কিতভাবে উপেক্ষার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজ দিয়ে ফিরেছিলেন মাশরাফি বিন মুর্তজা, অধিনায়ক তখনও সাকিব আল হাসান। ওই সিরিজে খেলা বাংলাদেশের অনেকেই আছেন এখনও। তাদের হাত ধরে আজ নতুন উচ্চতায় বাংলাদেশের ক্রিকেটও।

গত ওয়ানডে বিশ্বকাপে দুদলের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। বদলে যাওয়া দুদলের দেখা তাই লম্বা সময় হয়নি। তবে মুখোমুখি লড়াইয়ের আগে তো প্রতিপক্ষকে কাঁটাছেড়া না করলে চলে না। স্মিথরা ঠিকই হোমওয়ার্ক করে রাখছেন।

ওভালে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কজনের কথা আলাদা করেই বললেন স্মিথ। মুশফিকুর রহিমের নামটা ঠিকমত বলতে পারছিলেন না। তবে তাদের ভাবনা বা দুর্ভাবনাটা ঠিকই ফুটে উঠেছে অধিনায়কের কথায়।

“ওদের বেশ কজন বিপজ্জনক ব্যাটসম্যান আছে। অবশ্যই আমরা সেদিন দেখেছি, তামিম ইকবাল দারুণ এক ইনিংস খেলেছে। ম..ম…উচ্চারণ করতে পারছি না ওর নাম (হাসি), মুশফিকুর, ওদের কিপার … ভালো ক্রিকেটার। বেশ কজন ভালো ক্রিকেটার আছে ওদের। মুস্তাফিজ অবশ্যই ক্লাস বোলার।”

“যেটা বলছিলাম, বেশ কজন বিপজ্জনক ক্রিকেটার আছে ওদের। ওদেরকে হারাতে হলে কাল আমাদের দারুণ খেলতে হবে।”

স্মিথের দুর্ভাবনাটাকে যদি মাঠে সত্যি করে তুলত পারেন তামিমরা, তাহলেই কেবল অস্ট্রেলিয়া সত্যিকার অর্থে বুঝতে পারবে কতটা বিপজ্জনক বাংলাদেশ!