আফগানদের জয়যাত্রা থামালেন নারাইন

সুনিল নারাইনের স্পিনে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে-বলে দারুণ লড়াই করেছেন রশিদ খান, তবে তাতে কাজ হয়নি। রেকর্ড টানা ১১ জয়ের পর হেরেছে আফগানিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2017, 05:07 AM
Updated : 3 June 2017, 05:08 AM

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেই ৬ রানে হারিয়ে শুরু হয়েছিল আফগানদের জয়যাত্রা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ, সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে ৪ ম্যাচ আর ওমানের বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে জিতেছে দলটি।

সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই জয়রথ থামায় সবচেয়ে বড় দায় ব্যাটসম্যানদের। বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১১০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

একের পর এক উইকেট ছুড়ে আসায় ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে নিজেদের সর্বনিম্ন রানে অলআউটের শঙ্কায় পড়ে আফগানিস্তান। সেখান থেকে দলের সংগ্রহ একশ পার করেন রশিদ ও ১০ নম্বর ব্যাটসম্যান আমির হামজা।

২৭ বলে দুটি করে ছক্কা-চারে ৩৩ রান করে ফিরেন রশিদ। ১৭ বলে বলে একটি করে ছক্কা-চারে ২১ রান করেন আমির।

আঁটসাঁট বোলিংয়ে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন নারাইন। এই অফ স্পিনারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

জবাবে ১৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

চ্যাডউইক ওয়ালটনের সঙ্গে ৩.৩ ওভার স্থায়ী ৩৩ রানের জুটিতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন এভিন লুইস। মারলন স্যামুয়েলসের সঙ্গে বিস্ফোরক এই উদ্বোধনী ব্যাটসম্যান গড়েন ৩০ রানের আরেকটি ছোট্ট কিন্তু কার্যকর জুটি।

দলকে জয়ের খুব কাছে নিয়ে ফিরেন স্যামুয়েলস। ৩৬ বলে খেলা তার ৩৫ রানের ইনিংসটি গড়া দুটি করে ছক্কা-চারে। রোভম্যান পাওয়েলকে নিয়ে বাকিটা সহজেই সারেন জেসন মোহাম্মদ।

আফগানিস্তানের পেসার ২ উইকেট নেন ৩০ রানে। লেগ স্পিনার রশিদ ১৪ রান দিয়ে নেন ১ উইকেট।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১১০ (ওসমান ৮, গুলবাদিন ১২, আসগর ৫, করিম ৮, সামিউল্লাহ ৭, নবি ২, রশিদ ৩৩, শফিকুল্লাহ ০, নাজিবুল্লাহ ৪, আমির ২১, শাপুর ১*; টেইলর ১/৩৮, বদ্রি ১/১৯, উইলিয়াসম ২/১৯, নারাইন ৩/১১, ব্র্যাথওয়েইট ২/১৬)

ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৩ ওভারে ১১৪/৪ (ওয়ালটন ২২, লুইস ২৬, স্যামুয়েলস ৩৫, সিমন্স ৬, জেসন ১৮*, পাওয়েল ২*; শাপুর ২/৩০, নবি ০/২৩, আমির ০/২৪, রশিদ ১/১৪, করিম ১/১২, সামিউল্লাহ ০/১০)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: সুনিল নারাইন