বাংলাদেশে সিরিজ জয়ই মর্গ্যানদের প্রেরণা

২০১১ বিশ্বকাপ? বাংলাদেশের কাছে হার। ২০১৫ বিশ্বকাপ? বাংলাদেশের কাছে আরেকটি হার। ওয়ানডের বিশ্বমঞ্চে সবশেষ দুটি লড়াইয়েই বাংলাদেশের কাছে হেরেছে ইংল্যান্ড। এবারও কি সেটির পুনরাবৃত্তি? সুদূর অতীতে না তাকিয়ে ওয়েন মর্গ্যান বললেন স্রেফ একটু পেছন ঘুরে তাকাতে!

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2017, 04:52 PM
Updated : 1 June 2017, 10:00 AM

একটু পেছনেই আছে এই দু দলের সবশেষ সিরিজ। যেটিতে বাংলাদেশের মাটিতে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ছয় সিরিজ পর দেশের মাটিতে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ইংল্যান্ড জিতেছিল নিয়মিত অধিনায়ক মর্গ্যান, নিয়মিত ওপেনার অ্যালেক্স হেলসকে ছাড়াই। গত দুটি বিশ্বকাপে পরাজয়ের অস্বস্তি নয়, ইংল্যান্ড তাই মাঠে নামছে সবশেষ সিরিজের জয়ের অনুপ্রেরণা নিয়েই।

“সাম্প্রতিক ফর্মটা বিবেচনায় নেওয়া উচিত। সবশেষ যখন বাংলাদেশের বিপক্ষে খেলেছি আমরা, সেটি ছিল ওদের মাটিতে। আমরা সবাই জানি দেশের মাটিতে ওরা কতটা শক্তিশালী। কিন্তু আমরা জিতেছিলাম। সম্ভবত পাঁচ সিরিজের মধ্যে সেটি ছিল বাংলাদেশের প্রথম সিরিজ হার।”

“আমরা সেই জয় থেকেই আত্মবিশ্বাস নিচ্ছি। আমরা জানি ওরা শক্তিশালী দল। তবে ওরা প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে (অনেক দিন পর)। সেটাও ওদের জন্য হবে চাপ। কালকে দিনটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা মুখিয়ে আছি মাঠে নামতে।”