বড় কিছুর আশায় তামিম

নেট সেশনের শুরু, কিন্তু শুরুর ব্যাটসম্যান নেই! সোমবার দুপুরে যখন ওভালের নেটে শুরু হলো বাংলাদেশের ব্যাটিং, তামিম ইকবাল তখন ঘোরাঘুরি করছেন আশপাশ দিয়ে। ওপেনার এদিন টেলএন্ডার। এদিন তামিমের নেট ছিল শেষ দিকে।

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 04:33 PM
Updated : 29 May 2017, 04:38 PM

নেটের সূচিতে এরকম ওলট-পালট প্রায়ই হয়। তবে ম্যাচের সূচিতে এই জায়গাটা একদম স্থির। ব্যাটিংয়ের শুরুতে বাংলাদেশের ভরসার নাম তামিম।

সেটি অবশ্য অনেক বছর ধরেই। তবে সময়ের সঙ্গে পাল্টেছে ভরসার ধরন। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপের ম্যাচ দিয়ে জানান দিয়েছিলেন নিজের আগমনী বার্তা। সেই ম্যাচের তামিম ছিলেন শুরুর বেশ কবছরের তামিম- আগ্রাসী, খ্যাপাটে, বুনো। শুরু থেকে গুঁড়িয়ে দিতে চাইতেন প্রতিপক্ষকে। বাংলাদেশ তখন তামিমের ওপর ভরসা করত ঝড়ো শুরুর জন্য।

এরপর বেড়েছে বয়স। বেড়েছে ভার। জমেছে অভিজ্ঞতা। বদলেছে দলের চাওয়া। তামিমও বদলে ফেলেছেন নিজেকে। শুরুর ঝড়েই শেষ নয়, বরং তামিম এখন নির্ভরতার জোর হওয়া বইয়ে দিচ্ছেন লম্বা সময় ধরে। তার ব্যাট এখন দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড। তামিমও দিয়ে চলেছেন সেই ভরসার প্রতিদান।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ছিলেন ৬৪ রানে। পরের তিন ম্যাচে ২৩, ৪৭, ৬৫। এখনকার তামিমের কাছে দলের চাওয়া আরও বড় কিছু। তামিম সেটা জানেন বলেই বড় মঞ্চের আগে তৈরি করে নিয়েছেন নিজেকে। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেছেন সেঞ্চুরি।

তবে প্রস্তুতি ম্যাচ তো কেবলই মহড়া। মূল মঞ্চের পারফরম্যান্সটাও চাই একই রকম বা আরও ভালো। তামিমও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকিয়ে সেভাবেই নিজেকে মেলে ধরতে। নিজের কাছে, টপ অর্ডারের বাকিদের কাছে বড় কিছু চান কন্ডিশনের কারণেও।

“এই কন্ডিশনে ভালো শুরু পেলে ইনিংস এগিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি ব্যাটিং উইকেটও হয়, এর পরও শুরুতে কিছু থাকে বোলারদের জন্য। সময়টা কাটিয়ে দিলে ওপেনাররা বা তিন-চারের ব্যাটসম্যানদের দায়িত্ব থাকে ইনিংস বড় করা, দলকে টেনে নিয়ে যাওয়া।”

“আমি যদি সামনের ম্যাচগুলোয় ভালো শুরু পাই, অবশ্যই চেষ্টা থাকবে বড় কিছু করার। কারণ, এসব কন্ডিশনে শুরু পেলে ইনিংস বড় করা সবসময়ই উচিত।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের এবার বড় ইনিংস চাই আরেকটা আক্ষেপ ঘোচাতেও। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। কিন্তু বিশ্বকাপ বা এশিয়া কাপে নেই একটিও। চ্যাম্পিয়ন্স ট্রফি তো আগে খেলেনইনি। বড় মঞ্চে বড় ইনিংসের মোক্ষম সুযোগ তাই এবার!