মুস্তাফিজকে নিয়ে নিরুদ্বেগ মাশরাফি

অস্ত্রোপচারের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে শুরুতে সুবিধা করতে পারছিলেন না মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নিজেকে। তরুণ সতীর্থকে নিয়ে কোনো উদ্বেগ নেই মাশরাফি বিন মুর্তজার। অধিনায়কের বিশ্বাস, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য অনেক বড় ভূমিকা থাকবে মুস্তাফিজের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 04:58 PM
Updated : 26 May 2017, 04:59 PM

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের তিনটিতে বোলিংয়ের সুযোগ মিলেছে বাংলাদেশের। তাতে ৭ উইকেট নিয়ে দলের সেরা বোলার মুস্তাফিজ। ইংল্যান্ডেও যে তিনি সাফল্য পাবেন তা নিয়ে কোনো সংশয় নেই মাশরাফির।

“মুস্তাফিজকে নিয়ে কোনো উদ্বেগ নেই। গত দুই বছর ধরে ও আমাদের জন্য ভালো করছে। ও চোটে পড়েছিল, অস্ত্রোপচার করাতে হয়েছে। সেখানে খুব ভালোভাবে ফিরেছে। আমি মনে করি, এই টুর্নামেন্টে আমাদের জন্য ওর অনেক বড় ভূমিকা থাকবে।”

এখন পর্যন্ত ১৮ ওয়ানডে খেলে ১৬ গড়ে ৪৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ওভার প্রতি খরচ করেছেন ৪.৬২ করে। স্ট্রাইক রেট ঈর্ষণীয় ২০.৭। ছন্দে ফেরা এই তরুণই হতে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফির সেরা অস্ত্র।