বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ রাইট

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে পরামর্শক হিসেবে আনা হয়েছিল স্টুয়ার্ট লকে। আসছে যুব বিশ্বকাপেও বাংলাদেশ দলের দায়িত্বে থাকছেন এক অস্ট্রেলিয়ান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নতুন কোচ ডেমিয়েন রাইট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 11:08 AM
Updated : 23 May 2017, 03:21 PM

আগামী জুলাই থেকে বাংলাদেশ যুব দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন রাইট। থাকবেন নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বাদশ আসর শুরু হবে আগামী ১২ জানুয়ারি।

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে রাইট ছিলেন তাসমানিয়ার সিনিয়র সহকারী কোচ। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সকে চার বছর কোচিং করানোর পর দায়িত্ব হারিয়েছেন গত জানুয়ারিতে।

খেলোয়াড়ি জীবনে ছিলেন পেস বোলার। পরিচিতি ছিল যাযাবর ক্রিকেটার হিসেবে। শেফিল্ড শিল্ডে খেলেছেন তাসমানিয়া ও ভিক্টোরিয়ার হয়ে। দেশের বাইরে খেলেছেন পাঁচ-পাঁচটি কাউন্টি দলে। প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন স্কটল্যান্ড ও নিউ জিল্যান্ডেও।

এক যুগের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১২৩ টি ম্যাচ খেলে উইকেটে ৪০৬টি। কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। তবে খেলেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলে।

২০১১ সালে খেলোয়াড়ি জীবনে ইতি টানার কদিন পরই দায়িত্ব নেন নিউ জিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের। এরপর বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের দায়িত্ব নিয়ে ফেরেন অস্ট্রেলিয়ায়। বোলিং কোচ ছিলেন ক্রিকেট ভিক্টোরিয়ায়।

হোবার্ট হারিকেন্সের দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই বিগ ব্যাশের ফাইনাল খেলেছিল দলটি। তবে পরের তিন আসরে আর সাফল্য মেলেনি। এবার তাই চুক্তি আর নবায়ন করেনি তারা। কোচ হিসেবে বয়সভিত্তিক দলে কাজ করবেন এই প্রথম।