ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট। আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি। বল হাতে সাফল্যের পুরস্কার মুস্তাফিজুর রহমান পেলেন র‌্যাঙ্কিংয়ে। আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 12:32 PM
Updated : 22 May 2017, 12:34 PM

এই দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে মুস্তাফিজ এগিয়েছেন ১৩ ধাপ। উঠে এসেছেন ১৮ নম্বরে।

বোলারদের সেরা দশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি যথারীতি সাকিব আল হাসান। তবে দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন তিনি দশ নম্বরে। ত্রিদেশীয় সিরিজে দুই ইনিংস বল করে সাকিবের উইকেট একটি। চলতি বছরে ৬ ম্যাচে উইকেট তার মাত্র দুটি।

বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আছেন ১৫ নম্বরে, রুবেল হোসেন ৫৬ ও তাসকিন আহমেদ ৬৩ নম্বরে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সৌম্য সরকার এগিয়েছেন ৭ ধাপ। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে ৫ রানে ফিরলেও পরের দুই ম্যাচে তার রান ৬১ ও অপরাজিত ৮৭। বাঁহাতি ওপেনার এখন ২৭ নম্বরে।

৩ ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠে এসেছেন ৪৬ নম্বরে। ১৯ নম্বরে থাকা তামিম ইকবাল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবচেয়ে ওপরে থাকা ব্যাটসম্যান। মুশফিকুর রহিম ২৩ নম্বরে, সাকিব আল হাসান ২৯।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। দুইয়ে থাকা মোহাম্মদ হাফিজের চেয়ে সাকিব এগিয়ে ১১ পয়েন্টে।