দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ডি কক

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। জিতেছেন বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 12:19 PM
Updated : 14 May 2017, 12:19 PM

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোট পাঁচটি পুরস্কার পেয়েছেন ডি-কক। ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের বাকি দুটো পুরস্কার ক্রিকেটার ও ভক্তদের সেরা খেলোয়াড়ের।

গতবার সর্বোচ্চ ছয়টি পুরস্কার পেয়েছিলেন তরুণ ডানহাতি পেসার কাগিসো রাবাদা।

একমাত্র বড় যে পুরস্কারটি ডি কক মুঠোয় পুরতে পারেননি সেটি জিতেছেন ইমরান তাহির। আবারও বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন এই লেগ স্পিনার।

বছরটি দারুণ কেটেছে ডি ককের। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষ খেলেছেন ক্যারিয়ার সেরা ১৭৮ রানের অসাধারণ এক ইনিংস। গত নভেম্বরে এই দলের বিপক্ষে তার ঝকঝকে শতকে হোবার্ট টেস্ট ইনিংস ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা।

বর্ষসেরা নতুন আন্তর্জাতিক খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ২৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ।

গতবারের মতো এবারও বর্ষসেরা ডেলিভারির পুরস্কার জিতেছেন রাবাদা।