খেলাঘরকে হারাল রূপগঞ্জ

প্রথম নয় ব্যাটসম্যানের আটজনই দুই অঙ্কে গেলেও সংগ্রহটা খুব একটা বড় হয়নি লিজেন্ডস অব রূপগঞ্জের। টানা দুই জয় পাওয়া খেলাঘর সমাজ কল্যাণ সংস্থার বিপক্ষে সেটাকেই যথেষ্ট বানিয়েছেন বোলাররা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 12:00 PM
Updated : 8 May 2017, 01:19 PM

সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে থাকা দুই দলের লড়াইয়ে ২৮ রানে জিতেছে রূপগঞ্জ। আট ম্যাচে এটা তাদের পঞ্চম জয়, খেলাঘরের পঞ্চম হার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ২৩৯ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। জবাবে ৪৮ ওভার ১ বলে ২১১ রানে গুটিয়ে যায় খেলাঘর।

লক্ষ্য তাড়ায় খেলাঘর প্রথম বলেই হারায় আগের দুই ম্যাচে শতক করা রবিউল ইসলাম রবিকে। যথারীতি প্রতিপক্ষের ওপর চড়াও হন সালাউদ্দিন পাপ্পু। ২৭ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ফিরেন ৩৮ রান করে।

সালাউদ্দিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে নাজমুস সাদাত গড়েন ৬২ রানের জুটি। ম্যাচে এটাই খেলাঘরের সেরা জুটি। বাঁহাতি সাদাত ফিরেন ৫২ রানে।

ষষ্ঠ উইকেটে রেজাউল করিমের সঙ্গে ৫১ রানের জুটিতে খেলাঘরের আশা বাঁচিয়ে রাখেন নাজিম উদ্দিন। চারটি চারে ৫৯ রান করা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে বিদায় করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন নাঈম ইসলাম।

নাজিমের বিদায়ের পর বেশিদূর এগোয়নি খেলাঘরের ইনিংস।

রূপগঞ্জের নাঈম, মোশাররফ হোসেন, মোহাম্মদ শরিফ ও রাজা আলি দার নেন দুটি করে উইকেট।

এর আগে হাসানুজ্জামানের ঝড়ো ৩৬ রানে ভালো সূচনা পাওয়া রূপগঞ্জ চাপে পড়ে ব্যাটিং ব্যর্থতায়। ৪৪ রানের উদ্বোধনী জুটির পরও ১০৫ রানের মধ্যে ফিরেন প্রথম পাঁচ ব্যাটসম্যান।

ষষ্ঠ উইকেটে রাজার সঙ্গে ৯৪ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেন ম্যাচ সেরা ইয়াসির আলী চৌধুরী। ৪৬ রান করে রাজার বিদায়ের পর মাহমুদুল হাসানের সঙ্গে ৩৫ রানের জুটিতে দলকে আড়াইশর পথে রাখেন তিনি।

মাত্র ৫ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে ততদূর যেতে পারেনি রূপগঞ্জ। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ইয়াসির চারটি চারে ৬৯ বলে করেন ৫৯ রান।

খেলাঘরের তানভির ইসলাম ৩ উইকেট নেন ৫২ রানে।    

সংক্ষিপ্ত স্কোর:

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৯.৫ ওভারে ২৩৯ (হাসানুজ্জামান ৩৬, পিনাক ১২, হামিদুল ২৪, মোশাররফ ২২, নাঈম ৯, রাজা ৪৬, ইয়াসির ৫৯, মাহমুদুল ১৮, শরিফ ০, সাব্বির ৪*, আসিফ ০; তানভির ৩/৫৪, রনদিভ ১/৪৫, রবি ১/৪৮, সাদাত ০/২৭, ডলার ২/৩৫, মাসুম ১/১৫, রেজাউল ০/১৪)

খেলাঘর সমাজ কল্যাণ সংস্থা: ৪৮.১ ওভারে ২১১ (রবি ০, সালাউদ্দিন ৩৮, সাদাত ৫২, অমিত ১, নাজিম ৫৯, নাফিস ৬, রেজাউল ১৬, মাসুম ১৩, রনদিভ ১, ডলার ১২*, তানভির ২; শরিফ ২/৪৭, রাজা ২/৬৩, মোশাররফ ২/২৭, মাহমুদুল ১/১৫, আসিফ ০/৩৩, নাঈম ২/১৬, সাব্বির ০/৮)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ২৮ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির আলী চৌধুরী