জয়ে ফিরল রূপগঞ্জ, হারের বৃত্তেই ভিক্টোরিয়া

কিছুতেই কিছু হচ্ছে না ভিক্টোরিয়ার, হারের চক্র থেকে বের হতে পারছে না ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম বড় এই দলটি। তরুণ পিনাক ঘোষের অর্ধশতকের ওপর ভর করে তাদের সহজেই ৬ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2017, 11:22 AM
Updated : 5 May 2017, 12:18 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৭ ম্যাচে এটি রূপগঞ্জের চতুর্থ জয়। অন্য দিকে ভিক্টোরিয়ার এটি টানা সপ্তম হার।

শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ৩ বলে ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। জবাবে ৪৫ ওভার ৩ বলেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

ছোটো লক্ষ্য তাড়ায় দলকে পথ দেখান চলতি মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা পিনাক। ১৮ বছর বয়সী এই তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। এক-দুই নিয়ে সচল রেখেছেন রানের চাকা, বাজে বলে পার করেছেন সীমানা।

দলকে জয়ের খুব কাছে নিয়ে ফিরেছেন ম্যাচ সেরা পিনাক। ১১০ বলে খেলা ৬২ রানের ইনিংসটি গড়া চারটি চারে। 

মোহামেডানের কাছে আগের ম্যাচে হারের পর নেতৃত্ব খুইয়েছেন মোশাররফ হোসেন। নতুন অধিনায়ক নাঈম ইসলাম মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে, অপরাজিত ছিলেন ২৯ রানে।

আগের ম্যাচে মোহামেডানকে ১৩৫ রানে বেধে রেখেও ৫১ রানে হেরেছিল রূপগঞ্জ। তেমন কিছুর আশায় নয় জন বোলার ব্যবহার করেছিলেন ভিক্টোরিয়ার অধিনায়ক। তরুণ পিনাকের দারুণ ইনিংসে সফল হয়নি সেই প্রচেষ্টা।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় লড়াইয়ের পুঁজিই গড়তে পারেনি ভিক্টোরিয়া। উদ্বোধনী জুটির ৩৮ রানে শুরুটা ভালোই হয়েছিল তাদের। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটাই হয়ে থেকেছে সেরা জুটি।

উত্তম সরকারের ৩৫, রুবেল মিয়ার ২৮ আর শেষের দিকে ইমামুল মুস্তাকিমের ২২ রানের ওপর ভর করে কোনোমতে দেড়শ ছাড়ায় সাবেক ভিক্টোরিয়ার সংগ্রহ। মরিয়া রূপগঞ্জকে ঠেকাতে ওই রান যথেষ্ট ছিল না।

রূপগঞ্জের পাকিস্তানী অলরাউন্ডার রাজা আলি দার ৩ উইকেট নেন ১৩ রানে। মোশাররফ ও মোহাম্মদ শরীফ নেন দুটি করে উইকেট।  

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: ৪৫.৩ ওভারে ১৫৫ (রুবেল ২৮, ফারুক ১৪, সনেট ১, উত্তম ৩৫, মোহাইমিনুল ৪, মইনুল ২১, আরাফাত সানি জুনিয়র ০, মনির ১৬, মুস্তাকিম ২২, সায়েম ০, মাহবুবুল ৬*; মোশাররফ ২/৩৬, শরীফ ২/৪৪, মাহমুদুল ১/১৫, রাসেল ১/৩০, রাজা ৩/১৩, আসিফ ০/১৭)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫.৩ ওভারে ১৫৬/৪ (জয়রাজ ১২, পিনাক ৬২, মাহমুদুল ১৩, মোশাররফ ২১, নাঈম ২৯*, রাজা ৯*; মাহবুবুল ০/১৩, আরাফাত সানি জুনিয়র ১/১৬, সনেট ০/৯, মনির ১/৩১, মুস্তাকিম ১/৩১, মোহাইমিনুল ০/৯, মইনুল ০/২০, রুবেল ১/১৭, ফারুক ০/৬)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: পিনাক ঘোষ