হেরেই চলেছে ভিক্টোরিয়া

হেরেই চলেছে ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম বড় দল ভিক্টোরিয়া। রবিউল ইসলাম রবির শতকে প্রথম বিভাগ থেকে উঠে আসা খেলাঘর ৫৭ রানে হারিয়েছে তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 01:06 PM
Updated : 4 May 2017, 04:27 AM

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে মঙ্গলবার ৭ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়ে খেলাঘর। জবাবে ৯ উইকেটে ২৪৬ রানেই থেমে যায় ভিক্টোরিয়ার ইনিংস।

বড় লক্ষ্য তাড়ায় শুরু পেয়েছিলেন ভিক্টোরিয়ার প্রথম আট ব্যাটসম্যানের সাত জনই। কিন্তু কেউই নিজের ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ আরাফাত সানি জুনিয়রের অপরাজিত ৪৭। উদ্বোধনী ব্যাটসম্যান রুবেল মিয়ার ব্যাট থেকে আসে ৪৬ রান।

তেমন কোনো জুটি গড়তে পারেনি ভিক্টোরিয়া। অবিচ্ছিন্ন দশম উইকেটে এসেছে সর্বোচ্চ ৪৮ রান।

খেলাঘরের লঙ্কান স্পিনার সুরাজ রনদিভ ৩ উইকেট নিয়েছেন ৩৪ রানে। তানভির ইসলাম ৩৬ রানে নিয়েছেন ২ উইকেট।

এর আগে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন খেলাঘরের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। পানি বিরতির আগে ১৭ ওভারে ১০২ রান তুলেন রবি ও সালাউদ্দিন পাপ্পু। বিরতির পর প্রথম বলেই ফেরা সালাউদ্দিনের ৫১ বলে খেলা ৬০ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৫টি করে ছক্কা-চারে।

অধিনায়ক নাফিস ইকবাল, অমিত মজুমদারের দ্রুত বিদায় নাজিম উদ্দিনকে নিয়ে সামাল দেন রবি। চতুর্থ উইকেটে দুই জনে গড়েন ৬৪ রানের জুটি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজের প্রথম শতক পাওয়া রবি বিদায় নেন দলকে বড় সংগ্রহের পথে নিয়ে।

১১৫ বলে খেলা ১০৭ রানের দারুণ ইনিংসে ম্যাচসেরা রবি হাঁকিয়েছেন ১৫টি চার ও একটি ছক্কা। শেষের দিকে নাজিম, মাসুম খান, ডলার মাহমুদের ব্যাটে তিনশ ছাড়ায় খেলাঘরের সংগ্রহ। ভিক্টোরিয়া ইনিংসের কোনো পর্যায়েই বিশাল এই লক্ষ্য তাড়ার সম্ভাবনা জাগাতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর:

খেলাঘর সমাজ কল্যাণ সংস্থা: ৫০ ওভারে ৩০৩/৭ (রবি ১০৭, সালাউদ্দিন ৬০, নাফিস ১৫, অমিত ৭, নাজিম ৪০, সাদাত ১০, মাসুম ৩১*, ডলার ২৫, রনদিভ ১* মাহবুবুল ১/৪২, মনির ০/৫৪, আরাফাত সানি জুনিয়র ০/৪০, মইনুল ১/৫১, আহসান ২/৪৪, রুবেল ৩/৫৮, রবিন ০/১৪)

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৪৬/৯ (রুবেল ৪৬, ফারুক ৪, সায়েম ১২, রবিন ৩০, উত্তম ৩৫, মইনুল ১২, শফিউল ৩৩, আরাফাত সানি জুনিয়র ৪৭*, মনির ১, মাহবুবুল ০, আহসান ১৮*; তানভির ২/৩৬, রনদিভ ৩/৩৪, সাদাত ০/১৮, মাসুম ১/৪৩, আরিফুল ১/৪৫, ডলার ০/১৮, রবি ১/৫০)

ফল: খেলাঘার ৫৭ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রবিউল ইসলাম রবি