তাইজুলের স্পিনে মোহামেডানের দারুণ জয়

বোলারদের দাপটের ম্যাচে তাইজুল ইসলামের বাঁহাতি স্পিনের জবাব খুঁজে পাননি লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসম্যানরা। তাই ১৩৬ রানের ছোট লক্ষ্য দিয়েও ৫১ রানের জয় পেয়েছে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 11:15 AM
Updated : 2 May 2017, 12:55 PM

বিকেএসপির তিন নম্বর মাঠে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৪ বলে ১৩৫ রানে গুটিয়ে যায় মোহামেডান। জবাবে ৩২ ওভার ৪ বলে ৮৪ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই ম্যাচে উইকেটে দাঁড়াতেই পারছিলেন না ব্যাটসম্যানরা। আসেনি কোনো অর্ধশতক। সর্বোচ্চ রান ২৪, সেরা জুটি ৩৭ রানের। দুই দল মিলিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন তাইজুল। মোহামেডানকে দারুণ জয় এনে দিতে ২৪ রানে নিয়েছেন ৬ উইকেট।

ভিক্টোরিয়ার বিপক্ষে আগের ম্যাচে ৪ উইকেট নেওয়া তাইজুলকে দ্বিতীয় ওভারেই আক্রমণে আনেন অধিনায়ক রকিবুল হাসান। রূপগঞ্জের উল্টো পথে যাওয়াও তখন থেকেই।

দ্বিতীয় বলে সায়েম আলমকে বোল্ড করে শুরু, ষষ্ঠ বলে স্টাম্প এলোমেলো করেন হাসানুজ্জামানের। পরের ওভারে ফিরে আবার তাইজুলের জোড়া আঘাত। এবার এলবিডব্লিউর শিকার ইয়াসির আলী ও সাক্সেনা।

২ ওভারে ৪ উইকেট নেওয়া তাইজুলের স্পিনে দিশেহারা রূপগঞ্জ আর ম্যাচে ফিরতে পারেনি। নিজের পঞ্চম ওভারে হামিদুল ইসলামকে ফিরিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন তাইজুল। ম্যাচ সেরা এই খেলোয়াড়ের শেষ শিকার রূপগঞ্জের আশা হয়ে টিকে থাকা নাঈম ইসলাম।

৫৩ রানে ৬ উইকেট হারানো রূপগঞ্জ এরপর বেশিদূর যেতে পারেনি। চারিথ আসালঙ্কা মোশাররফ হোসেনকে ফিরিয়ে দিলে শেষ আশাটুকুও শেষ হয়ে যায় দলটির। লেজটুকু দ্রুত ছেটে দেন সজেদুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

এর আগে মোহামেডানের প্রথম নয় ব্যাটসম্যানের সাত জনই পৌঁছান দুই অঙ্কে। তাদের কেউই পারেননি নিজের ইনিংস খুব একটা বড় করতে।

সর্বোচ্চ ২৪ রান অধিনায়ক রকিবুলের। ২৩ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে।

১৯ রানে ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার আসিফ হাসান। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শরীফ ও সাক্সেনা। ব্যাটিং ব্যর্থতায় ম্লান হয়ে গেছে বোলারদের এই দারুণ পারফরম্যান্স।

সংক্ষিপ্ত স্কোর:

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান: ৩৯.৪ ওভারে ১৩৫ (অভিষেক ১০, রনি ১৭, শামসুর ২৩, আসালঙ্কা ১, রকিবুল ২৪, জাবিদ ১৯, নাজমুল ২০, তাইজুল ২, রাব্বি ১৫, সাজেদুল ৩*, এনাম জুনিয়র ১; শরীফ ২/১৫, রাসেল ১/২৫, মোশাররফ ১/৪১, সাক্সেনা ২/৩৫, আসিফ ৪/১৯)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৩২.৪ ওভারে ৮৪ (সায়েম ১, হাসানুজ্জামান ৬, ইয়াসির ১৪, নাঈম ১৫, সাক্সেনা ০, হামিদুল ৪, মোশাররফ ২২, মাহমুদুল ৪, শরীফ ৫*, আসিফ ৪, রাসেল ৪; শামসুর ০/১৯, তাইজুল ৬/২৪, এনাম জুনিয়র ০/২, আসালঙ্কা ১/১০, রাব্বি ১/২৬, সাজেদুল ২/৩)

ফল: মোহামেডান ৫১ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: তাইজুল ইসলাম