দেশে ফিরছেন মাশরাফি

ইংল্যান্ড গিয়ে মাত্র দুদিন অনুশীলন করতে পেরেছেন। এরপরই দেশের পথে মাশরাফি বিন মুর্তজা। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে স্ত্রী। খবর পেয়ে বাংলাদেশ অধিনায়ক রওনা হয়েছেন দেশে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 12:24 PM
Updated : 30 April 2017, 12:25 PM

শনিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাশরাফির স্ত্রী সুমনা হক। এক পর্যায়ে জ্ঞানও হারান। দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে শনিবার ইংল্যান্ড সময় সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে রওনা দেন মাশরাফি।
 
ঢাকায় পৌঁছানোর কথা ছিল রোববার বিকেলেই। তবে শুরুর ফ্লাইট দেরি করায় পিছিয়ে গেছে ঢাকায় ফেরার সময়ও। ফিরবেন রোববার রাত ১১টার পর।
 
দুবাইয়ে ট্রানজিটে অপেক্ষার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফি জানালেন স্ত্রীর অসুস্থতার কথা।
 
“হুট করেই অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে নিতে হয়েছে মানে খুব সাধারণ অসুস্থতা হয়ত নয়। বাসা থেকে অবশ্য সবাই বলেছিল আগেই দেশে না ফিরতে, দু-একদিন দেখতে। কিন্তু খেলা থাকলে হয়ত দুবার ভাবার অবকাশ থাকত। এখন ওর পাশে থাকাটা জরুরি।”
 
মাশরাফিদের পারিবারিক আত্মীয় এক চিকিৎসকের তত্ত্বাবধানেই আপাতত রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসা হচ্ছে মাশরাফির স্ত্রীর। 
 
ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করতে ২৬ এপ্রিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। সোমবার সাসেক্সে প্রথম অনুশীলন ম্যাচ ডিউক অব নরফোক একাদশের সঙ্গে। ৫ মে আরও একটি অনুশীলন ম্যাচ খেলে ৭ মে আয়ারল্যান্ড যাবে দল। 

১২ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। তবে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় সেই ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি।