মারুফের শতকে প্রাইম ব্যাংকের সহজ জয়

সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেনের অভাব বুঝতেই দেননি মেহেদী মারুফ। অধিনায়কের শতকের ওপর ভর করে বড় ব্যবধানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 12:03 PM
Updated : 27 April 2017, 12:03 PM

সাসক্সে ক্যাম্প, ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়া সাব্বির-সৌম্য-রুবেলকে হারানো প্রাইম ব্যাংক প্রথম পরীক্ষায় দেখিয়েছে রিজার্ভ বেঞ্চের সামর্থ্য।

বিকেএসপির চার নম্বর মাঠে বৃহস্পতিবার ভিক্টোরিয়াকে ১৩০ রানে হারিয়ে চলতি আসরে টানা চতুর্থ জয় পেয়েছে মারুফের দল।

টস হেরে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২৮৩ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৩৩ ওভার ৫ বলে ১৫৩ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।

বড় লক্ষ্য তাড়ায় আল আমিনের প্রথম ওভারেই শূন্য রানে ২ উইকেট হারায় ভিক্টোরিয়া। সেই ধাক্কা সামাল দিয়ে কখনোই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি দলটি।

নিয়মিত উইকেট হারানো ভিক্টোরিয়া অলআউট হয়ে যায় ৯৭ বল বাকি থাকতে। সর্বোচ্চ ৪২ রান তরুণ শফিউল হায়াতের। দলের আর কেউ ত্রিশ পর্যন্ত যেতে পারেননি।

আরিফুল ৩ উইকেট নেন ১৪ রানে। সমান রানে ২ উইকেট নেন আল আমিন।

এর আগে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন মারুফ। আগের তিন ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারা অধিনায়ক পৌঁছান লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় শতকে। অধিনায়কোচিত ইনিংসে জিতেন ম্যাচ সেরার পুরস্কার।

১০৩ বলে ১২টি চার ও দুটি ছক্কায় মারুফের ১০১ রানের ইনিংসের ওপর ভর করে এক সময়ে প্রাইম ব্যাংকের স্কোর ছিল ৩ উইকেটে ১৯২ রান।

পরের দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি প্রাইম ব্যাংক। শেষের দিকে আসিফ আহমেদ, সালমান হোসেন দলের সংগ্রহ তিনশ রানের কাছাকাছি নিয়ে যান।

ভিক্টোরিয়ার অধিনায়ক মনির হোসেন ৩ উইকেট নেন ৪৪ রানে। দুটি করে উইকেট নেন মইনুল ইসলাম, ইসলামুল আহসান ও রুবেল মিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯.৪ ওভারে ২৮৩ (মারুফ ১০১, নাহিদুল ২৫, অভিমান্যু ৩৩, জাকির ১৪, আল আমিন জুনিয়র ১৩, আসিফ ৩৭, তাইবুর ৬, সালমান ২৮, আরিফুল ৯, নাজমুল ৫, আল আমিন ১*; আশিক ০/৪৬, তৌহিদ ০/৩৫, মনির ৩/৪৪, মইনুল ২/৩৬, রুবেল ২/৫৬, আহসান ২/৪৯, রোশান ০/১৬)

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: ৩৩.৫ ওভারে ১৫৩ (রুবেল ০, নাসিরুদ্দিন ২৭, সায়েম ০, উত্তম ২৪, রোশান ৬, শফিউল ৪২, মইনুল ১১, মনির ২৫, আশিক ১৩*, আহসান ০, তৌহিদ ২; আল আমিন ২/১৪, সালমান ০/১৩, নাহিদ ১/৩৭, নাজমুল ১/১৮, আল আমিন জুনিয়র ১/১১, তাইবুর ১/২৮, আসিফ ০/১৮, আরিফুল ৩/১৪)

ফল: প্রাইম ব্যাংক ১৩০ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ।