মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে জয়ে ফিরল রূপগঞ্জ

আয়ারল্যান্ড-ইংল্যান্ডে মাশরাফি বিন মুর্তজাকে যে ভূমিকায় চায় বাংলাদেশ লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তাকে দেখা গেল সেই অলরাউন্ডারের ভূমিকায়। ব্যাটে-বলে জাতীয় দলের অধিনায়কের নৈপুণ্যে কলাবাগান ক্রীড়া চক্রকে রোমাঞ্চকর ম্যাচে হারিয়েছে মুশফিকুর রহিমের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2017, 03:38 PM
Updated : 26 April 2017, 04:21 PM

৩৬ রান দিয়ে তাসামুল হক ও আবুল হাসানের উইকেট নিয়েছেন মাশরাফি। শেষের দিকে ১৮ বলে একটি চার ও দুটি ছক্কায় ২৩ রানের আক্রমণাত্মক ইনিংসে ম্যাচ নিজেদের দিকে নিয়ে এসেছেন তিনি। অলরাউন্ড নৈপুণ্যের জন্য জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

বিকেএসপির চার নম্বর মাঠে মোহাম্মদ আশরাফুলের দলকে ৩ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে রূপগঞ্জ।

মাঠ ভেজা থাকায় বুধবার ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৭ ওভারে। তাতে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৭ রান করে কলাবাগান। দুই বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

রূপগঞ্জের প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই পৌঁছান দুই অঙ্কে। তাদের কেউই ম্যাচ শেষ করে আসতে পারেননি, যেতে পারেননি পঞ্চাশ পর্যন্ত।

সর্বোচ্চ ৪৪ রান অধিনায়ক মুশফিকুর রহিমের। আশহার জাইদি ১৭ বলে খেলেন ৩৭ রানের বিধ্বংসী ইনিংস। এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান হাসানুজ্জামান ১৪ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে দলকে এনে দেন উড়ন্ত সূচনা।

মাশরাফি, মুশফিক, মোশাররফ হোসেনের দ্রুত বিদায়ে শেষের দিকে ম্যাচ কঠিন হয়ে পড়ে রূপগঞ্জের জন্য। তবে ঠাণ্ডা মাথায় দলকে দারুণ জয় এনে দেন মোহাম্মদ শরীফ ও মাহমুদুল হাসান।

কলাবাগানের মুক্তার আলী,সঞ্জিত সাহা ও হাসান নেন দুটি করে উইকেট।

তাদের লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্ব মেহরাব হোসেন জুনিয়রের। ১৫তম ওভারে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটিকে ১৭৬ পর্যন্ত নিয়ে যান বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

৮১ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৭৯ রানে অপরাজিত থাকেন মেহরাব। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা করেন ২৯ রান।

মাশরাফির মতো দুটি উইকেট নেন বাঁহাতি স্পিনার মোশাররফ। ২০১৪ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো লিস্ট ‘এ’ ক্রিকেট খেলা বাঁহাতি পেসার সৈয়দ রাসেল ১ উইকেট নেন ৩৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান ক্রীড়া চক্র: ২৭ ওভারে ১৭৭/৮ (মেহরাব জুনিয়র ৭৯*, আশরাফুল ০, মাসাকাদজা ২৯, তুষার ৬, তাসামুল ৫, মুক্তার ১, জসিম ২২, হাসান ২০, সঞ্জিত ৮*,শাহবাজ ০; শরীফ ১/৩২, রাসেল ১/৩৩, মোশাররফ ২/২৮, মাশরাফি ২/৩৬, জাইদি /১৪, মাহমুদুল ০/২৪, আসিফ ০/৬)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৬.৪ ওভারে ১৭৮/৭ (এজাজ ১৪, হাসানুজ্জামান ৩০, নাঈম ১৪, মুশফিক ৪৪, জাইদি ৩৭, মাশরাফি ২৩, মোশাররফ ৬, শরীফ ৪*, মাহমুদুল ১*; হাসান ২/৪১, মুক্তার ২/২৩, নাবিল ০/৩১, মাসাকাদজা ০/২৭, শাহবাজ ০/২৬, সঞ্জিত ২/৩০)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মাশরাফি বিন মুর্তজা