জাতীয় দলের পৃষ্ঠপোষক স্বত্বের ভিত্তিমূল্য দ্বিগুণ

জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক স্বত্বের জন্য ভিত্তিমূল্য দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2017, 02:13 PM
Updated : 24 April 2017, 11:28 AM

আগামী জুনে শেষ হতে যাচ্ছে বর্তমান চুক্তির মেয়াদ। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, চলতি মাসেই নতুন চুক্তির প্রক্রিয়া শুরু করবেন তারা।

“আমাদের জাতীয় দলের পৃষ্ঠপোষক স্বত্বের নিলাম এই মাসের ২৯ তারিখ। আগামী দুই বছরের জন্য আমরা নতুন চুক্তি করব। দুই বছরের জন্য ভিত্তিমূল্য ৬০ কোটি টাকা।”

২০১৫ সালে দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক স্বত্ব পেয়েছিল মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড। সে সময় ভিত্তি মূল্য ছিল ৩০ কোটি টাকা। চূড়ান্ত দরপত্রে গ্রামীণ ফোনকে হারিয়ে ৪১ কোটি ৪১ লাখ টাকায় স্বত্ব পেয়েছিল টপ অব মাইন্ড।

পরে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি টপ অব মাইন্ডের কাছ থেকে স্বত্ব কিনে নেয়। তবে তার জন্য কত টাকা খরচ হয়েছে তা জানানো হয়নি।

এর আগে ২০১২ সালের জুনে ১ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে চার বছরের জন্য যুক্ত হয় সাহারা। মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস বাকি থাকতেই তাদের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি।

পরে শুধু পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক স্বত্ব বিক্রি করা হলে তা পায় টপ অব মাইন্ড। তবে এই চুক্তির ক্ষেত্রে টাকার অঙ্ক গোপন রাখে বিসিবি।