প্রথম সুযোগে উইকেটশূন্য সাকিব

দলের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রথম ম্যাচের আগেই। কিন্তু ম্যাচের পর ম্যাচ থাকলেন একাদশের বাইরে। ষষ্ঠ ম্যাচে অবশেষে মিলল সুযোগ। কিন্তু এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে বিবর্ণ সাকিব আল হাসান। হারল তার দল কলকাতা নাইট রাইডার্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 06:48 PM
Updated : 24 April 2017, 11:29 AM

ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগ ছিল না। সাত নম্বরে নেমেছিলেন স্রেফ ইনিংসের শেষ বল খেলতে। করেছেন ১ রান।

বল হাতে কলকাতার ইনিংস শুরু করেছিলেন সাকিবই। কিন্তু তার ওপর ঝড় তুলেই বড় রান তাড়ার পথে এগিয়ে যায় গুজরাট লায়ন্স।

প্রথম ওভারে ব্রেন্ডন ম্যাককালাম মারেন দুটি চার। তার পরের ওভারে অ্যারন ফিঞ্চ মারেন দুটি চার, একটি ছয়। বৃষ্টি বিরতির পর আরেক ওভার করেছেন পাওয়ার প্লের মাঝেই। সেই ওভারে দিয়েছেন ৬ রান।

সব মিলিয়ে ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটবিহীন সাকিব।

ইডেন গার্ডেনসে শুক্রবার অবশ্য কলকাতার সব বোলারই ছিলেন খরুচে। গুজরাটের ব্যাটসম্যানদের ব্যাটিং ঝড়ে ৪ ওভারে ৪২ রান গুণেছেন সুনিল নারাইন, ৩.২ ওভারে নাথান কোল্টার-নাইল দিয়েছেন ৪১। ক্রিস ওকস ২ ওভারে ২০।

গুজরাটের ফিঞ্চ করেছেন ১৫ বলে ৩১। ম্যাককালাম ১৭ বলে ৩৩। আর ৪৬ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েছেন সুরেশ রায়না।

১৮৮ রান তাড়ায় গুজরাট জিতেছে ৪ উইকেটে, ১০ বল বাকি থাকতেই।

কলকাতার হয়ে ওপেন করতে নেমে ১৭ বলে ৪২ করেন নারাইন। পরে রবিন উথাপ্পার ৪৮ বলে ৭২ দলকে এনে দেয় ১৮৭ রান। কিন্তু বোলিং ব্যর্থতায় এই পুঁজি নিয়েও ঘরের মাঠে হারল কলকাতা।