আয়ারল্যান্ডেও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ তো আছেই। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের আগেও একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 02:20 PM
Updated : 20 April 2017, 03:28 PM

সাসেক্সে ক্যাম্প শেষে বাংলাদেশ আয়ারল্যান্ডে যাবে ৭ মে। তবে ত্রিদেশীয় টুর্নামেন্টের ভেন্যু ডাবলিন নয়, বাংলাদেশ প্রথমে যাবে বেলফাস্টে। ১০ মে সেখানেই প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা।

ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের চারটি ম্যাচই ডাবলিনে। তবে দুটি ভিন্ন মাঠে, ম্যালাহাইড ও ক্লোনটার্ফ।

২৪ মে টুর্নামেন্টে শেষ ম্যাচ খেলে পরদিন ইংল্যান্ড ফিরবে দল। সেখানে প্রথম ঠিকানা এজবাস্টন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ২৭ মে প্রতিপক্ষ পাকিস্তান। ৩০ মে ওভালে প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে।

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্পেও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ মে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ডিউক অব নরফোক একদশ। ৫ মে প্রতিপক্ষ সাসেক্স একাদশ।

লম্বা সফরে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আগামী বুধবার।