চ্যাম্পিয়ন্স ট্রফির দক্ষিণ আফ্রিকা দলে ৪ পেস বোলিং অলরাউন্ডার

আইপিএলে চোট নিয়ে ধুঁকলেও আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স। তবে চোটের কারণেই দলে নেই দুই পেসার ডেল স্টেইন ও ভার্নন ফিল্যান্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 12:39 PM
Updated : 19 April 2017, 12:39 PM

এই দুজন না থাকলেও প্রোটিয়া দলে পেসারের কমতি নেই। চোট কাটিয়ে ফিরেছেন মর্নে মর্কেল। তরুণ ফাস্ট বোলার কাগিসো রাবাদা তো আছেনই। দলে পেস বোলিং অলরাউন্ডারই চারজন, ক্রিস মরিস, আন্দিলে ফেলুকওয়ায়ো, ওয়েইন পার্নেল ও ডোয়াইন প্রিটোরিয়াস।

ইমরান তাহিরের স্পিন সঙ্গীর লড়াইয়ে চায়নাম্যান তাবরাইজ শামসিকে টপকে জায়গা পেয়েছেন কেশভ মহারাজ। মূলত টেস্টে দারুণ পারফরম্যান্সেই প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেলেন এই বাঁহাতি স্পিনার।

দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে অন্যতম ফেবারিট হিসেবে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা আছে শীর্ষে। কিছুদিন আগে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে, সিরিজ জিতেছে নিউ জিল্যান্ডে।

টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা আছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী উপমহাদেশের তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ইংল্যান্ডের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলবে ডি ভিলিয়ার্সের দল।

দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ দু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েইন পার্নেল, আন্দিলে ফেলকুওয়ায়ো, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কেশভ মহারাজ, ডোয়াইন প্রিটোরিয়াস, ফারহান বেহারদিন, মর্নে মর্কেল।