বাংলাদেশের প্রস্তুতির প্রতিপক্ষ ভারত-পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। এছাড়া ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্পের সময়ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 04:18 PM
Updated : 17 April 2017, 04:18 PM

ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করার জন্য ২৬ এপ্রিল ঢাকা ছাড়বে দল। সেখান থেকে ৭ মে মাশরাফিরা আয়ারল্যান্ডে যাবে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে। ডাবলিনে বাংলাদেশের শেষ ম্যাচ ২৪ মে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ ১ জুন, ইংল্যান্ডের বিপক্ষে।

সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভগের প্রধান আকরাম খান জানালেন প্রস্তুতি ম্যাচের খবর।

“ইংল্যান্ডে আমরা ১০ দিন অনুশীলন করব। দুটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলব। একটিতে প্রতিপক্ষ এসেক্স, অন্য ম্যাচে আরেক দল থাকবে। আয়ার‌ল্যান্ডে চারটির মত ম্যাচ খেলার পর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেব। সেখানে পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে আমাদের।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড ছাড়াও আছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচের মতে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ খেলবে ওভালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ জুন। ৯ জুন কার্ডিফে প্রতিপক্ষ নিউ জিল্যন্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা শেষ তারিখ ২৫ এপ্রিল। স্কোয়াড ১৫ জনের। তবে আকরাম খান জানলেন, প্রস্তুতি কাম্পে আরও ২-১ জন ক্রিকেটার বেশি নিয়ে যাবে দল।