মুশফিক-নাঈমের সেঞ্চুরি

আগের ম্যাচে থামতে হয়েছিল ৭৫ রানে। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন অপরাজিত থেকে। এবার দল পেয়েছে আগে ব্যাটিং। সেঞ্চুরির আগে তাই থামাথামি নেই। লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই মুশফিকুর রহিম উপহার দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 07:27 AM
Updated : 17 April 2017, 07:29 AM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মুশফিকের পাশাপাশি এদিন সেঞ্চুরি করেছেন নাঈম ইসলামও। দুজনের দারুণ ব্যাটিংয়ে বিকেএসপিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে রূপগঞ্জ তুলেছে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৫ রান।

টস জিতে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ ৩ ওভারেই হারিয়ে ফেলেছিল দুই ওপেনারকে। সেখান থেকে নাঈম ও মুশফিক জুটি টিকে ছিল ৪১ ওভার পর্যন্ত। তৃতীয় উইকেটে দুজনে গড়েছেন ২২৫ রানের জুটি।

চারে নেমে শুরু থেকেই দারুণ খেলেছেন মুশফিক। তিনে নামা নাঈম নিজের মতো করেই একটু সময় নিয়ে থিতু হয়েছেন। সময়ের সঙ্গে দুজনের ব্যাটেই ছিল স্ট্রোকের ফোয়ারা।

৬৯ বলে অর্ধশতক করেছিলেন মুশফিক। পরের পঞ্চাশ ৪৬ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৫ বলে। সেঞ্চুরির পর আরও বাড়িয়েছেন রানের গতি। শেষ পর্যন্ত আব্দুর রাজ্জাকের বলে থেমেছেন ১৩৪ বলে ১৩৪ রানে।

নাঈম সেঞ্চুরি স্পর্শ করেছেন ১১৩ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। আউট হয়েছেন ১১৮ বলে ১০৩ রানে।

ঢাকা লিগের আগে বিসিএলটা অসাধারণ কেটেছে নাঈমের। ৬ ম্যাচে করেছিলেন ৪ সেঞ্চুরি। এবার ৫০ ওভারের ক্রিকেটের টুর্নামেন্টেও শুরুটা হলো দারুণ।

ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পের ক্রিকেটাররা এবারের লিগে খেলতে পারবেন মাত্র চার ম্যাচ। লিগ শুরুর আগে মুশফিকুর রহিম বলেছিলেন, সুযোগ কম হলেও ক্লাবকে দিতে চান বড় প্রতিদান। দুই ম্যাচেই যা খেললেন, তাতে কথা রেখেছেন বলাই যায়!