ভারত দুর্বল হলে আমরাও দুর্বল: বিসিবি প্রধান

প্রস্তাবিত রাজস্ব কাঠামো নিয়ে আইসিসির সঙ্গে ভারতের টানাপোড়েন মিটিয়ে ফেলার তাগিদ জানিয়েছেন আইসিসি ওয়ার্কিং গ্রুপের সদস্য ও বিসিবি প্রধান নাজমুল হাসান। তার মতে, ভারত দুর্বল হওয়া মানে বাংলাদেশও দুর্বল হয়ে যাওয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 05:06 PM
Updated : 12 April 2017, 05:06 PM

সমস্যা সমাধানের অংশ হিসেবেই নাজমুল হাসান এখন আছেন ভারতে। বিসিসিআইয়ের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) প্রধান বিনোদ রাইয়ের সঙ্গে সভায় বসেছিলেন বুধবার। এই মাসের শেষে আইসিসি বোর্ড সভার আগেই টানাপোড়েন সমাধানে নাজমুলের এই সফর।

পরে পিটিআইকে বিসিবি প্রধান জানান, ভারতের ক্ষতি করে কোনো কিছু করা হবে না।

“সবই চেষ্টা করছে সৌহার্দ্যপূর্নভাবে সমস্যা (রাজস্ব কাঠামো সমস্যা) সমাধানের একটি মাঝামাঝি পথ বের করতে। আমরা চাই না কোনো সদস্য দেশ ক্ষতিগ্রস্থ হোক। বিশেষ করে ভারত, কারণ তারা সবসময় আমাদের সমর্থন জুগিয়েছে। ভারত দুর্বল হলে আমরাও দুর্বল হয়ে যাই।”

“দেখুন, আমিও বিশ্বাস করি, রাজস্ব বন্টন ব্যবস্থা আরও যথার্থ হওয়া উচিত। তবে তার মানে এই না যে ভারতের ভাগ কেড়ে নেওয়া হবে। না, আমরা সেটি চাই না।”

সিওএর সঙ্গে সভার আগে নাগপুরে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গেও কথা বলেন নাজমুল হাসান।