অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ফেভারিট বাংলাদেশ: রানাতুঙ্গা

গল টেস্টে বাংলাদেশের খেলা হতাশ করেছে অর্জুনা রানাতুঙ্গাকে। কলম্বো টেস্টের খেলায় শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক দেখেছেন দলটির সত্যিকারের সামর্থ্য। তাই বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তার তার চোখে ফেভারিট স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 11:30 AM
Updated : 6 April 2017, 11:38 AM

আগামী অগাস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা অস্ট্রেলিয়ার। দেশটি সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে যে ক্রিকেট খেলেছে সেটিকে বিবেচনায় রেখেই বাংলাদেশকে এগিয়ে রাখছেন বর্তমানে শ্রীলঙ্কার বন্দর ও নৌ-পরিবহণ মন্ত্রী রানাতুঙ্গা।

“অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে? তাহলে ফেভারিট বাংলাদেশই। যদি স্পিনিং উইকেট বানানো হয় স্বাগতিকদের জেতার সম্ভাবনা বেশি থাকবে। বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে তাদের মাটিতে খেলা ভীষণ কঠিন হবে।”

“গল টেস্টে ওরা ভালো খেলেনি। কলম্বোতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। নিজেদের শততম টেস্টে দেখিয়েছে সামর্থ্য। দেশের মাটিতে হারিয়েছে ইংল্যান্ডকেও। টেস্টে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ।”

বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে রানাতুঙ্গার জানাশোনা অনেক দিনের। সেই ১৯৮৮ সালে বাংলাদেশের ক্লাব ক্রিকেটে খেলেছিলেন মোহামেডানের হয়ে। সেই স্মৃতি ভোলেননি এখনো। মনে করতে পারেন, আবাহনী-মোহামেডান ম্যাচের সেই উন্মাদনা।

বাংলাদেশের ক্রিকেটারদের দক্ষতা, সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই রানাতুঙ্গার।

“ওদের ব্যাটিং দারুণ, বোলিং খুব ভালো। প্রতিভার কোনো ঘাটতি নেই। অভিজ্ঞ ক্রিকেটার আছে, তরুণরা উঠে আসছে। পার্থক্যটা মানসিকতায়। এখানটায় একটু পরিবর্তন এলে ওরা আরও অনেক দূরে যাবে।” 

ব্যস্ততার জন্য খেলা দেখার সুযোগ মেলে না। তার ফাঁকে ক্রিকেটের যতটুকু খবর রাখেন সেখানটায় আছে বাংলাদেশও।

“বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঠিক পথেই আছে তাদের ক্রিকেট।”