আর কিছু রান ও ক্যাচ মিসের আক্ষেপ অধিনায়কের

স্কোরবোর্ডে যদি থাকত আর কিছু রান বেশি! যদি কুসল পেরেরার ক্যাচটি নিতে পারতেন তাসকিন আহমেদ! ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে ঝরল এই আক্ষেপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2017, 07:39 PM
Updated : 4 April 2017, 07:39 PM

প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের ১৫৫ রান শ্রীলঙ্কা টপকে যায় ৭ বল বাকি রেখে।

শুরুতেই তামিম ইকবালকে হারানোর পর সৌম্য সরকার ও সাব্বির রহমানের ব্যাটে এগিয়ে যাচ্ছিলো দল। হঠাৎই পথচ্যুত। ৬ থেকে ১২, এই ৭ ওভারে রান উঠেছে মাত্র ২৮, উইকেটে পড়েছে ৪টি।

রান তাড়ায় শ্রীলঙ্কাকে টেনেছেন কুসল পেরেরা। শুরু থেকে খেলে দলকে জয়ের একদম কাছে নিয়ে ফিরেছেন এই ওপেনার। অথচ আউট হতে পারতেন তিনি আগেই। সহজ ক্যাচ দিয়েছিলেন তাসকিনকে, যেটি নিতে পারেননি এই ফাস্ট বোলার। তখন পেরেরা আউট হলে শ্রীলঙ্কার প্রয়োজন হতো ২৮ বলে ৩৭, ভালোভাবেই টিকে থাকত বাংলাদেশের সম্ভাবনা।

ম্যাচ শেষে ব্যাটিং আর বোলিংয়ের এই দুটি অধ্যায় নিয়েই আক্ষেপ করলেন মাশরাফি।

“ওই ৭ ওভারে যদি মাত্র ২০ রানও হতো, কিন্তু একটার বেশি উইকেট না যেত, তাহলেও ম্যাচটা জিততাম। এই উইকেটে ১৮০ রান সহজেই হয়। ওই রান করতে পারলাম জিততাম। আবার পরের ইনিংসে ওই সময়ে যদি কুসল আউট হতো, তাহলেও জিততাম। নতুন ব্যাটসম্যান এসে ওই রান করা খুব কঠিন হতো।”

মাশরাফি নিজে অবশ্য খারাপ করেননি। ব্যাট হাতে ৫ বলে করেছেন অপরাজিত ৯, বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।