উইন্ডিজের ওয়ানডে দলে নেই দুই ব্র্যাথওয়েইট

একজন বাদ পড়েছেন ফর্মের কারণে। আরেকজন হয়ত থাকতেন দলে, তবে তার গন্তব্য আইপিএল! পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে তাই নেই দুই ব্র্যাথওয়েইট, ক্রেইগ ও কার্লোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 01:34 PM
Updated : 3 April 2017, 01:34 PM

টি-টোয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েইট আইপিএলে খেলবেন দিল্লি ডেয়ারডেভিলসে। এই অলরাউন্ডারকে তাই পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট দলের মূল ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েইট কাজে লাগাতে পারেননি সুযোগ। ১০ ম্যাচে ২৭.৮ গড়ে রান করেছেন ২৭৮। তবে বাদ পড়ার মূল কারণ তার স্ট্রাইক রেট, মাত্র ৫৭.৫৫!

চোট কাটিয়ে ফিরেছেন ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল। দলে ফিরেছেন ২০১৪ সালে সবশেষ ওয়ানডে খেলা উইকেটকিপার ব্যাটসম্যান চ্যাডউইক ওয়াল্টন।

তিন ম্যাচের সিরিজ শুরু শুক্রবার, গায়ানায়।

ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জোনাথন কার্টার, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কাইরান পাওয়েল, রভম্যান পাওয়েল, চ্যাডউইক ওয়াল্টন।