র‌্যাঙ্কিং নিয়ে ভাবছেন না কোচ

২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার শেষ সময় এগিয়ে আসছে। আর বাড়ছে হিসাব; কার র‌্যাঙ্কিং কত, কত রেটিং পয়েন্ট প্রয়োজন। সেই হিসাব নিকাশের পালায় আছে বাংলাদেশও। গুরুত্বপূর্ণ এখন প্রতিটি ম্যাচই। তবে সেই ভাবনাই মাথায় আনতে চান না চন্দিকা হাথুরুসিংহে। দূরে রাখতে চান র‌্যাঙ্কিং-রেটিং পয়েন্টের চাপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 07:50 AM
Updated : 31 March 2017, 09:35 AM

বুধবার ডাম্বুলা থেকে কলম্বোয় ফিরেছে দল। বৃহস্পতিবার দলের ঐচ্ছিক অনুশীলন ছিল শেষ ওয়ানডের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় কোচ বললেন, দলের ভাবনায় শুধুই জয়।

“এটা (র‌্যাঙ্কিং) সমর্থকদের জন্য, আপনাদের (সংবাদমাধ্যম) জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। যদি আমরা জিতি, র‌্যাঙ্কিং আপনা আপনিই ভালো হবে। আমরা এমনকি সেদিকে খেয়ালও করছি না। আমরা স্রেফ পরের ম্যাচটা জিততে হাই।”

৯১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়, পরের ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর পয়েন্ট এখন ৯৩। শেষ ম্যাচ জিতলে বাড়বে আরও ২ পয়েন্ট, হারলে কমবে ১ পয়েন্ট।

এই বছরের ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য সাত দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে।