এক বছর নিষিদ্ধ পাকিস্তানের ইরফান

স্পট ফিক্সিংয়ের দুটি প্রস্তাব পেয়েও সে বিষয়ে কর্তৃপক্ষকে না জানানোয় মোহাম্মদ ইরফানকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 02:23 PM
Updated : 29 March 2017, 02:23 PM

বোর্ডের দুর্নীতি-বিরোধী নিয়ম ভাঙায় ৩৪ বছর বয়সী এই পেসারকে নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য বুধবার দেওয়া বিজ্ঞত্তিতে পিসিবি জানিয়েছে, পিএসএলে দুর্নীতির চলমান তদন্তে যদি তিনি সাহায্য করেন এবং পরবর্তীতে আর কোনো আইন না ভাঙেন তাহলে ছয় মাস পর ফিরতে পারবেন ইরফান।

গত মাসে পাকিস্তান সুপার লিগ চলার সময় তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেডে খেলা ইরফান, করাচি কিংসের জুলফিকার বাবর ও শাহজাইব হাসানকে। পরে গত ১৪ মার্চ তাকে সাময়িক নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।

ইরফানকে জরিমানাও করা হয়েছে। ১০ লাখ পাকিস্তানি রুপি গুণতে হবে বাঁ-হাতি এই পেসারকে। সাময়িক নিষিদ্ধ হওয়ার দিন থেকে তার এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে ইরফান বলেন, “আমি দুবার (স্পট ফিক্সিংয়ের) প্রস্তাব পেয়েছিলাম। পিসিবির দুর্নীতি-বিরোধী ইউনিটের কাছে তা না জানানোটা আমার ভুল ছিল। কর্তৃপক্ষকে তা না জানানোর ভুল আমি আমি স্বীকার করছি।”