নিউ জিল্যান্ডের আশা ভাসিয়ে নিল বৃষ্টি

আগের রাতে হয়েছে প্রচণ্ড ঝড়। বৃষ্টি ঝরেছে রাতভর। সকালে বৃষ্টি একটু ছুট দিলেও আবার নেমেছে খানিকপরই। হ্যামিল্টনের বর্ষণে সর্বনাশ হলো নিউ জিল্যান্ডেরই। ভেসে গেলো জয়ের আশা। হলো না সমতায় ফেরা। সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকাই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 08:30 AM
Updated : 29 March 2017, 08:56 AM

শেষ দিনে মাঠে গড়ায়নি একটি বলও। হ্যামিল্টন টেস্ট ড্র। তিন ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতে নিল ১-০ ব্যবধানে।

শেষ দিনে জয়ের সব সম্ভাবনাই ছিল নিউ জিল্যান্ডের। ইনিংস পরাজয় এড়াতেই দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৯৫ রান। উইকেট ছিল পাঁচটি মাত্র। কিন্তু নিজ দেশের আবহাওয়াই বঞ্চিত করল উইলিয়ামসনদের।

আরও একটি টেস্টে তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় অধরাই থাকল নিউ জিল্যন্ডের। ২০০৪ সালের পর টানা ১৬ টেস্টে প্রোটিয়দের হারাতে পারেনি তারা!

কেন উইলিয়ামসন অবশ্য ভাগ্যকে দায় না দিচ্ছেন না। ১৭৫ রানের ইনিংস খেলে এই ম্যাচের ম্যান অব দা ম্যাচ ও নিউ জিল্যান্ড অধিনায়ক সিরিজ জয়ের কৃতিত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকাকেই।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩১৪

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪৮৯

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩৯ ওভারে ৮০/৫

ফল: ম্যাচ ড্র

সিরিজ: তিন ম্যাচ সিরিজ দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: কেন উইলিয়ামস