ধুঁকছে দক্ষিণ আফ্রিকা, আশায় নিউ জিল্যান্ড

সময়ের ভেলায় পেরিয়ে গেছে এক যুগের বেশি। টানা ১৫ টেস্ট দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি নিউ জিল্যান্ড। দীর্ঘ সেই খরা কাটার আশা এবার করতেই পারে কিউইরা। চতুর্থ দিনে তারা দারুণভাবে বাগে পেয়েছে প্রেটিয়াদের। শেষ দিনে স্রেফ কাজ শেষ করার পালা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 10:07 AM
Updated : 28 March 2017, 10:07 AM

হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ১৭৫ রানের লিড নিয়েছিল নিউ জিল্যান্ড। ঘাটতি পোষাতে অর্ধেকও পেরোয়নি দক্ষিণ আফ্রিকা, কিন্তু হারিয়েছে নিজেদের আধেক!

৫ উইকেটে ৮০ রান নিয়ে দক্ষিণ আফ্রিকা শেষ করেছে চতুর্থ দিন। নিউ জিল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামাতেই চাই আরও ৯৫ রান!

মিচেল স্যান্টনারকে নিয়ে সকালে দিন শুরু করেছিলেন কেন উইলিয়ামসন। দুজন আরও এগিয়ে নেন দলকে। ৮৮ রানের পঞ্চম উইকেট জুটি ভেঙেছেন মর্নে মর্কেল। উইলিয়ামসন ফিরেন ১৭৬ রানে।

স্যান্টনারকে পঞ্চাশের আগে ফেরান কাগিসো রাবাদা। তবে দক্ষিণ আফ্রিকার ভোগান্তি শেষ হয়নি। আটে নেমে ৫ চার ও ২ ছক্কায় ৫৭ রানের ইনিংসে নিউ জিল্যান্ডকে পাঁচশর কাছাকাছি নিয়ে যান কলিন ডি গ্র্যান্ডহোম।

ডি গ্র্যান্ডহোম পরে বল হাতেও দক্ষিণ আফ্রিকাকে দেন প্রথম ধাক্কা। হাশিম আমলা ও জেপি দুমিনির বড় উইকেট দুটি নেন জিতান প্যাটেল। ৫৯ রানে দক্ষিণ আফ্রিকা হারায় ৫ উইকেট।

শেষ ঘণ্টা নিরাপদে কাটিয়ে দেন ফাফ দু প্লেসি ও কুইন্টন ডি কক। শেষ দিনে এই দুজনের ওপরই হয়ত নির্ভর করবে, কতদূর যেতে পারবে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩১৪

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৬২.১ ওভারে ৪৮৯ (আগের দিন ৩২১/৪) (উইলিয়ামস ১৭৬, স্যান্টনার ৪১, ওয়াটলিং ২৪, ডি গ্র্যান্ডহোম ৫৭, হেনরি ১২, প্যাটেল ৫, ওয়াগনার ০*; ফিল্যান্ডার ০/৭৯, মর্কেল ৪/১০০, রাবাদা ৪/১২২, মহারাজ ২/১১৮, দুমিনি ০/৩৮, এলগার ০/১৩, বাভুমা ০/৭)।

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩৯ ওভারে ৮০/৫ (এলগার ৫, ডি ব্রুইন ১২, আমলা ১৯, দুমিনি ১৩, দু প্লেসি ১৫*, বাভুমা ১, ডি কক ১৫*; হেনরি ১/২০, ডি গ্র্যান্ডহোম ১/১৫, ওয়াগনার ০/১৬, প্যাটেল ২/২২, স্যান্টনার ০/৭)।