দাপুটে জয়েই সিরিজ ভারতের

লক্ষ্য নাগালেই, এরপরও একটু হোঁচট। একটু কি জমল শঙ্কার মেঘও? কিসের কী! অজিঙ্কা রাহানে এসেই শুরু করলেন ধুন্ধুমার মার। অধিনায়কের ব্যাটে মাঠের নানা প্রান্তে উড়তে লাগল বল, হাওয়ায় উড়ে গেল শঙ্কার মেঘও। আরেক পাশে লোকেশ রাহুল তো এই সিরিজের বিপ্লব। দুজনের ব্যাটে ভারত জিতল অনায়াসেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 06:08 AM
Updated : 28 March 2017, 06:26 AM

ধর্মশালার টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। চার ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। ফিরিয়ে এনেছে বোর্ডার-গাভাস্কার ট্রফিও।

২০০৪ সালে ভারতের অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের পর এটিই অবশ্য বোর্ডার-গাভাস্কার ট্রফির নিয়মিত চিত্র। যে দেশে সিরিজ, সেই দেশই জিতে নিয়েছে ট্রফি।

ধর্মশালায় শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল ৮৭ রান। রাহুল এদিনও খেলছিলেন দারুণ। আরেকপাশে মুরালি বিজয়কে ফেরান প্যাট কামিন্স। ওই ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলের বুলেট থ্রো ফিরিয়ে দেয় চেতেশ্বর পুজারাকে।

তবে অস্ট্রেলিয়াকে চেপে বসতে দেননি রাহানে। দুর্দান্ত সব শটে উল্টো ভারতকে দ্রুত এগিয়ে নেন জয়ের পথে। রাহুলের অর্ধশতক ও দলের জয় আসে একই শটে। সিরিজে এটি রাহুলের পঞ্চম পঞ্চাশ!

রাহুল অপরাজিত থেকে যান ৫১ রানে। চারটি চার ও দুই ছক্কায় ২৭ বলে ৩৮ রানে অপরাজিত রাহানে। বিরাট কোহলির চোটে ভারতের এই ম্যাচের অধিনায়ক টেস্ট জুড়ে নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে।

দুর্দান্ত জয়ে ভারতের ঘরোয়া মৌসুমও শেষ হলো অসাধারণভাবে। মৌসুমে ১৩ টেস্টের ১০টিই জিতেছে ভরত। জিতেছে চারটি সিরিজই।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০০

ভারত ১ম ইনিংস: ৩৩২

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ১৩৭

ভারত ২য় ইনিংস: ২৩.৫ ওভারে ১০৬/২ (লক্ষ্য ১০৬, আগের দিন ১৯/০) (রাহুল ৫২*, বিজয় ৮, পুজারা ০, রাহানে ৩৮*; কামিন্স ১/৪২, হেইজেলউড ০/১৪, ও’কিফ ০/২৩, লায়ন ০/১৯)।

ফল: ভারত ৮ উইকেটে জয়ী

সিরিজ: চার ম্যাচের সিরিজ ভারত ২-১ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রবীন্দ্র জাদেজা
ম্যান অব দা সিরিজ: রবীন্দ্র জাদেজা