টিকতে হলে উন্নতি করতেই হবে: মিরাজ

টেস্টের মতো ওয়ানডেতেও অভিষেকটা হল দারুণ। সীমিত ওভারের ক্রিকেটে নিজের প্রথম ওয়ানডে ম্যাচ থেকে মেহেদী হাসান মিরাজের উপলব্ধি, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে প্রতিনিয়ত উন্নতি ছাড়া পথ নেই।  

ক্রীড়া প্রতিবেদক ডাম্বুলা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 01:43 PM
Updated : 26 March 2017, 01:43 PM

অভিষেকে নিজের প্রথম ম্যাচে ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন মিরাজ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকে ১৩৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।  

রনগিরি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯০ হারানো বাংলাদেশ দল রোববার অনুশীলন করেনি। টিম হোটেলে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমকর্মীদের মিরাজ বলছিলেন নিজের অভিষেক নিয়ে।

“আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এখানে টিকে থাকতে গেলে দিন দিন উন্নতি করতে হবে। কারণ, প্রতিপক্ষ আমাকে নিয়ে গবেষণা করে। সুতরাং একই জায়গায় থেমে থাকলে হবে না। অনেক কষ্ট করতে হবে।”

গত অক্টোবরে টেস্ট অভিষেকের পর থেকে অন্য সংস্করণেও জাতীয় দলের হয়ে খেলার জন্য উন্মুখ ছিলেন মিরাজ। ১৯ বছর বয়সী তরুণের আরেকটি স্বপ্ন পূরণ হল ডাম্বুলায়।

“আমার খুব ইচ্ছে ছিল ওয়ানডে খেলার। টেস্ট অভিষেকের পরই ওয়ানডের কথা চিন্তা করছিলাম। অভিষেক হয়ে গেল। বোর্ড সভাপতি (নাজমুল হাসান) যখন আমাকে বললেন, শ্রীলঙ্কা যেতে হবে, ওয়ানডে খেলতে। তখনই চিন্তা করেছিলাম, ওয়ানডে দলে সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা— দল জিতেছে, দিন শেষে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ওয়ানডেতে ২/৪৩ আর টেস্টের ৭/১৩৮- অভিষেকের দুই পারফরম্যান্সের মধ্যে কোনো তুলনায় যেতে রাজি নন মিরাজ।

“দুইটাই স্বপ্নের মতো হয়েছে। টেস্টে অভিষেক হয়েছে পাঁচ উইকেট (৬/৮০) নিয়ে। কিন্তু ম্যাচটা আমরা জিতিনি। ওয়ানডেতে জিতেছি। আমার কাছে মনে হয়, ওয়ানডে অভিষেক অনেক ভালো হয়েছে। টেস্ট ও ওয়ানডে, দুই অভিষেকে যা চেয়েছিলাম তাই হয়েছে। এখন এটা ধরে রাখতে হবে।”