‘ডাম্বুলাতেই সিরিজ নিশ্চিত করতে চাই’

প্রথম ওয়ানডেতে জয়ের পর তেমন একটা উদযাপন দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সিরিজ জয়ের অপেক্ষায় আছেন, এর পরই কেবল হতে পারে উদযাপন।

ক্রীড়া প্রতিবেদকডাম্বুলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 12:31 PM
Updated : 26 March 2017, 12:31 PM

রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গত শনিবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারায় বাংলাদেশ। আগামী মঙ্গলবার একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশ দল রোববার অনুশীলন করেনি। ঐচ্ছিক অনুশীলন করেছেন শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার। দলের হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মিরাজ জানান, সিরিজ নিশ্চিত করার জন্য কলম্বো পর্যন্ত অপেক্ষা করতে চান না তারা।

“আশা করি, ডাম্বুলাতেই সিরিজ জিততে পারবো। যদি কোনো ভুল না হয় তাহলে আশা করি আমরাই জিতবো।” 

প্রথম ম্যাচ জেতায় এখন সিরিজে বাংলাদেশই ফেভারিট। মাঠেও তার প্রতিফলন দেখাতে চান মিরাজ।

“জিতে তো অবশ্যই ভালো লেগেছে। কিন্তু এখনো তো সিরিজ শেষ হয়নি। একটা ম্যাচ জিতেই যদি আমরা খুশি হয়ে যাই, তাহলে সামনে এগোতে পারবো না। সিরিজ নিশ্চিত হলে আমরা উদযাপন করবো।”

ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে দলীয় অর্জন সবসময়ই গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তিগত অর্জনের উদযাপনগুলোও হয় দারুণ। সেই অর্জন দেখে অনুপ্রাণিত হন মিরাজের মতো তরুণরা।

“তামিম (ইকবাল) ভাই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন, সবাই তাকে অভিনন্দন জানিয়েছে। চোখের সামনে এটা দেখতে পেরে আমি গর্বিত। সিনিয়রদের অর্জন দেখে জুনিয়ররাও অনুপ্রাণিত হচ্ছি।”