‘শ্রীলঙ্কায় সিরিজ জেতা সম্ভব’

এখনও বাকি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর শ্রীলঙ্কা। টেস্ট খেলুড়ে দলের মধ্যে কেবল এই তিন দেশের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জেতার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। তামিম ইকবাল মনে করছেন, এবার সেই তালিকা থেকে একটি দল কমে যেতে পারে।

ক্রীড়া প্রতিবেদক ডাম্বুলা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 05:39 AM
Updated : 26 March 2017, 05:39 AM

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। তামিম জানান, তাদের নজর এখন সিরিজ জয়ের দিকে।

“সিরিজ জেতা গুরুত্বপূর্ণ। আমরা এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে, আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। সিরিজ জিততে পারলে বিশাল অর্জন হবে।”

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জয় আছে বাংলাদেশের।

“শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে পারলে অবশ্যই ভালো কিছু হবে। আমরা একটা বিষয় জানি, মাঠে নেমে গেলেই শুধু হবে না। আমাদেরকে সমানভাবে পরিশ্রম করতে হবে। হয়তো আজকের থেকে বেশি পরিশ্রম করতে হবে সামনের ম্যাচে।” 

আগামী মঙ্গলবার ডাম্বুলাতেই হবে দ্বিতীয় ওয়ানডে।