‘ঠিক সময়ে সাকিবের সঙ্গে শতরানের জুটি’

ওয়ানডেতে ২৪তম ইনিংসে এসে প্রথম তিন অঙ্কের দেখা পেল তামিম ইকবাল-সাকিব আল হাসানের জুটি। তাদের ১৪৪ রানের ওপর ভর করে বিশাল সংগ্রহ গড়া বাংলাদেশ সহজেই জিতেছে প্রথম ওয়ানডে।

ক্রীড়া প্রতিবেদক ডাম্বুলা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 07:30 PM
Updated : 25 March 2017, 08:10 PM

রনগিরি ডাম্বুলা স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে তার প্রথম শতরানের জুটি নিয়ে। তাদের মধ্যে এটাই প্রথম তিন অঙ্কের জুটি শুনে একটু অবাকও হলেন।

“আমি নিশ্চিত না, এটা ওর সাথে প্রথম শতরানের জুটি কি না।”

“সাকিবের সঙ্গে যদি এটাই প্রথম শতরানের জুটি হয়ে থাকে। তাহলে ঠিক সময়েই হয়েছে। এই ম্যাচেই হয়েছে, এটার জন্য আমি অনেক খুশি। কারণ, ওই জুটি পুরা ম্যাচের জন্য খুব দরকার ছিল। আমি অথবা ও যদি ওই সময়ে দ্রুত আউট হয়ে যেতাম তাহলে হয়তো ৩২৪ রান করা কঠিন হয়ে যেত।”

তামিম খেলেন ১২৭ রানের চমৎকার এক ইনিংস। সাকিব ফিরেন ৭২ রান করে। ম্যাচ সেরা তামিমের বিশ্বাস, আর কিছুক্ষণ টিকলে শতক পেয়ে যেতেন তার সতীর্থও।

“সাকিবের ইনিংসটি বিশেষ কিছু। যেভাবে ও খেলছিল এক-দুই ওভার খেলতে পারলে ও নিজেও একশ রান পেত।”

ম্যাচের প্রথম ওভারে রানের খাতা খুলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছান তামিম। বাংলাদেশের তিনিই প্রথম, সব মিলিয়ে ৫১তম।

“১০ হাজার রান খুব বিশেষ কিছু। চেষ্টা করবো যতদূর যাওয়া যায়, যাওয়ার। ১০ হাজার রানের জন্য আমি গর্বিত, খুশি।”