হ্যামিল্টনে চাপে দক্ষিণ আফ্রিকা

হ্যামিল্টন টেস্টের শুরুতেই চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাট হেনরি ও কলিন ডি গ্র্যান্ডহোমের দারুণ বোলিংয়ে প্রথম দিন সুবিধাজনক অবস্থানে আছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 02:46 PM
Updated : 25 March 2017, 02:49 PM

একশ রানের আগেই প্রথম চার ব্যাটসম্যানকে হারানো দক্ষিণ আফ্রিকা প্রতিরোধ গড়েছে অধিনায়ক ফাফ দু প্লেসি ও টেম্বা বাভুমার ব্যাটে। 

বৃষ্টির দাপটে প্রথম দিন ৪১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। 

সেডন পার্কে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। হেনরির বলে টম ল্যাথামের তালুবন্দি হন অভিষিক্ত টিউনিস ডি ব্রুইন। নিজের প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। ৫ রান করে ডি গ্র্যান্ডহোমের বলে বোল্ড হন এলগার।  
জেপি দুমিনিকে ফিরিয়ে হাশিম আমলার সঙ্গে তার ৫৯ রানের জুটি ভাঙেন হেনরি। অর্ধশতকে পৌঁছানোর পর ডি গ্র্যান্ডহোমের ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফিরেন আমলা। 
দু প্লেসি ৩৩ ও বাভুমা ১৩ রানে অপরাজিত। 
নিউ জিল্যান্ডের হেনরি ও ডি গ্র্যান্ডহোম নেন দুটি করে উইকেট।   
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪১ ওভারে ১২৩/৪ (এলগার ৫, ডি ব্রুইন ০, আমলা ৫০, দুমিনি ২০, দু প্লেসি ৩৩*, বাভুমা ১৩*; হেনরি ২/২৫, ডি গ্র্যান্ডহোম ২/৪৩, ওয়েগনার ০/৪৪, প্যাটেল ০/১০)