সব পরিস্থিতির জন্য তৈরি থাকার পরামর্শ মাশরাফির

ডাম্বুলার উইকেটে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সুবিধা পেতে থাকেন স্পিনাররা। এ নিয়ে কোনো দুর্ভাবনা নেই মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশের অধিনায়ক সতীর্থদের সব পরিস্থিতির জন্য তৈরি থাকার পরামর্শ দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক ডাম্বুলা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 03:50 PM
Updated : 24 March 2017, 04:05 PM

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের শেষ তিন ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে এই মাঠে খুব একটা রান হয়নি। স্বাগতিক অধিনায়ক উপুল থারাঙ্গার বিশ্বাস, এবার রান দেখা যাবে ডাম্বুলায়।

“এমনিতে ডাম্বুলার উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। তবে সন্ধ্যার দিক থেকে বল ঘুরতে শুরু করে।”

উইকেট থেকে স্পিনাররা সহায়তা পেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কঠিন হতে পারে। মাশরাফি এখনও নিশ্চিত নন ঠিক কী আচরণ করবে উইকেট। তিনি নিজেদের প্রস্তুত রাখতে চান সব কিছুর জন্য।  

“উইকেট দেখে ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। এখানে ৩০০ রান হতে পারে। দ্বিতীয় ইনিংসে কেমন আচরণ করবে সেটা ধারণা করা কঠিন। আমাদের মানসিকভাবে সব কিছুর জন্যই প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় ইনিংসে কী হবে, প্রথম ইনিংসে পেসাররা সুবিধা পাবে কিনা, সেটা বলা কঠিন।”

উইকেট থেকে পরে স্পিনাররা সহায়তা পেলে ডাম্বুলায় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস। সেটি তো আর কারোর হাতে নেই। মাশরাফি তাকিয়ে নিজেদের স্কিলের দিকে।