টেস্টের হতাশা ভুলতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশের কাছে টেস্টে হার এখনও হজম করে উঠতে পারেনি শ্রীলঙ্কা। এখনও কান পাতলেই শোনা যায় মাতম। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও উপুল থারাঙ্গার কণ্ঠে ধরা পড়ল সেই হতাশা। তবে ওয়ানডে সিরিজ দিয়েই সেই হতাশা ভুলতে চান শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 03:04 PM
Updated : 24 March 2017, 04:06 PM

সবশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশড হয়ে এসেছে শ্রীলঙ্কা। তবে দেশের মাটির শ্রীলঙ্কা সবসময়ই অন্যরকম। ওয়ানডেতে বরাবরই জন্ম দিয়েছে তারা দারুণ কিছু ম্যাচ উইনারের। দক্ষিণ আফ্রিকা সফর ও টেস্টে বাংলাদেশের কাছে হারের হতাশা, দুটিই এই ওয়ানডে সিরিজে পেছনে ফেলতে চান থারাঙ্গা।

“শেষ টেস্ট ম্যাচ হারায় আমরা প্রচণ্ড হতাশ হয়েছি। তবে এটি নতুন সিরিজ, সিরিজে ফেরার দারুণ সুযোগ আমাদের জন্য। সবশেষ সিরিজেও দক্ষিণ আফ্রিকার কাছে আমরা ৫-০ তে হেরে এসেছি। এই সিরিজে আমাদের সামনে সুযোগ ঘুরে দাঁড়ানোর।”

ভারপ্রাপ্ত অধিনায়কের মতে, তাদের প্রস্তুতি হয়েছে ভালো। সিরিজে ভালো করতে দল মরিয়া।

“আমরা দারুণভাবে প্রস্তুত। কিছু নতুন ক্রিকেটার আছে দলে। সিকুগে প্রসন্ন, থিসারা পেরেরার মত সিনিয়ররা ফিরেছে। শেষ টেস্টের পর আমরা প্রায় ভেঙে পড়েছিলাম। ওয়ানডেতে ভালো করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”