মিরাজের নতুন অভিজ্ঞতা

একে একে মাঠে ঢুকছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সব চোখ খুঁজছে মেহেদী হাসান মিরাজকে। হঠাৎ ওয়ানডে দলে চলে আসা তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার এলেন শেষের দিকে। তার মাঝে দেখা গেল না ক্লান্তির কোনো ছাপ।

ক্রীড়া প্রতিবেদক ডাম্বুলা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 01:23 PM
Updated : 24 March 2017, 04:06 PM

মাঠে ঢোকার সময় জানালেন, এটা তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

“হুম, লম্বা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে।… খুব ভালো লাগছে।”

তামিম ইকবালের সঙ্গে রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে গেলেন মিরাজ। একটু পরেই আবার ফিরলেন ড্রেসিংরুমে। প্যাড পড়ে আবার নামলেন, সানজামুল ইসলামের সঙ্গে সেন্টার উইকেটে ব্যাট করলেন অনেকক্ষণ। এই প্রথম নেটে সবার আগে ব্যাট করলেন এই তরুণ।

সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফির বিন মুর্তজা তরুণ মিরাজের অভিষেকের কোনো ইঙ্গিত দেননি, “মিরাজ স্কোয়াডে এসেছে। ও খেলবে কি না এখানে আমি বলে দিলে সেটা ঠিক হবে না। একাদশ এখনও ঠিক হয়নি। টিম ম্যানেজমেন্ট আছে। ম্যাচের দিন সকালে একাদশ ঠিক হবে।”

টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছিলেন মিরাজ। খেলার কথা ছিল ইমার্জিং কাপে। প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যানের দারুণ ব্যাটিং দেখে তরুণ এই অফ স্পিনারকে ১৭তম সদস্য হিসেবে স্কোয়াডে নেয় বাংলাদেশ। গত বৃহস্পতিবার ডাম্বুলায় দলের সঙ্গে যোগ দেন তিনি।

শুক্রবার কৃত্রিম আলোয় বাংলাদেশের অনুশীলনে অবশ্য মিলেছে মিরাজের একাদশে থাকার ইঙ্গিত।