বাংলাদেশের বিপক্ষে প্রথম ২ ওয়ানডেতে নেই কুসল পেরেরা

চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলতে পারছেন না শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান কুসল পেরেরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 11:11 AM
Updated : 23 March 2017, 05:48 PM

কলম্বোতে বুধবার মাশরাফিদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোট পান কুসল।

শ্রীলঙ্কা দলের ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা জানান, পেরেরার বাম ঊরুর চোটটা সামান্য। দ্বিতীয় ওয়ানডের আগে তার ফিট হওয়ার সম্ভাবনা থাকলেও তাকে ডাম্বুলায় আর পাঠানো হচ্ছে না। কলম্বোতে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য নির্বাচকরা তাকে দলে রাখবেন।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে এই চোট কুসলের জন্য দুর্ভাগ্যজনক।  অক্টোবরে জিম্বাবুয়ে সফরে বাজে ফর্মের জন্য দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে জায়গা হারান। তার জায়গায় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নিরোশান ডিকভেলাকে বেছে নেয় শ্রীলঙ্কা।

তবে সর্বশেষ তিনটি প্রতিযোগিতামূলক ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করেছিলেন ৬৪।

এই চোটের কারণে জাতীয় দলে আবার জায়গা ফিরে পেতে অপেক্ষা আরও বাড়লো কুসলের।

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দুপুর ৩টায়।