দলকে আরও ম্যাচ জেতাতে চান সাকিব

এক সময় ম্যাচ জয়ের জন্য বাংলাদেশ তাকিয়ে থাকত তার দিকেই। এখন পারফরমার বেড়েছে। তবে কমেনি সাকিব আল হাসানের গুরুত্ব। বরং ব্যাটে-বলে সাকিব ভালো খেললেই বেড়ে যায় বাংলাদেশের ভালো করার সম্ভাবনা। কলম্বো টেস্টে যেমন হলো!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 01:37 PM
Updated : 19 March 2017, 04:17 PM

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি আর দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে সাকিবই বাংলাদেশের দারুণ জয়ের মূল নায়ক। দলকে জেতাতে পেরে সাকিব নিজেও উচ্ছ্বসিত।

বরাবরই বলেন, দলে অবদান রাখতে পারলেই তিনি খুশি। এবারও বললেন, এভাবে দলকে জেতাতে চান আরও অনেক ম্যাচ।

“সব সময় তো ইচ্ছে থাকে দলের জন্য ভালো করার। আমার মনে হয়, আমি একটু ভাগ্যবান। কারণ এ রকম পরিস্থিতিতে আমি পারফর্ম করতে পারছি দলের জন্য। দলে অবদান রাখা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।”

“যেভাবে খেলেছি, দলের জন্য অবদান রাখতে পেরেছি, তাতে খুশি। বারবার এর পুনরাবৃত্তি করার চেষ্টা করবো। আশা করি, আমরা আরও বেশি ম্যাচ জিতবো।”

গত অক্টোবরে মিরপুর টেস্টের ইংল্যান্ডের বিপক্ষে জয়টিকে মনে করা হতো বাংলাদেশের সেরা জয়। এবার যোগ হলো শ্রীলঙ্কার মাটিতে জয়। সাকিব অবশ্য একটিকে বেছে নিতে পারছেন না।

“ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট আর এই ম্যাচ- দুটি টেস্টই সবার ওপরে থাকবে।”