‘দেশের বাইরে জেতার সময় হয়েছে’

জয়ের স্বাদ সবসময়ই দারুণ। বাংলাদেশের জন্য টেস্ট জয় তো অনির্বচনীয় অনুভূতি। আর সেটি যদি হয় দেশের বাইরে, তাহলে তো সোনায় সোহাগা। সেটিরই প্রতিফলন যেন সাকিব আল হাসানের কণ্ঠে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 12:07 PM
Updated : 19 March 2017, 04:16 PM

ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে কলম্বোয় বাংলাদেশের জয়ের মূল কারিগর সাকিব। টেস্ট জয়ের পরই টেন ক্রিকেটে ডিন জোন্সকে শোনালেন তার অনুভূতি।

“এটা অসাধারন অনুভুতি। টেস্ট জয়, সেটিও শ্রীলঙ্কার মাটিতে। সবাই জানে, দেশের মাটিতে ওরা কত ভাল দল। আমাদের তাই সামর্থ্যে সেরাটা দেয়া দরকার ছিল। প্রথম টেস্টে হারের পর কাজটি সহজ ছিল না। কিন্তু শততম টেস্টে যা হলো, এর চেয়ে ভালো কিছু হতে পারে না।”

সাকিবের মতে এই জয় দেশের বাইরে ভালো করায় আরও আত্মবিশ্বাসী করে তুলবে বাংলাদেশকে।

“যেভাবে আমরা উন্নতি করছি, তাতে কিছু জয় ধরা দেবেই। গুরুত্বপূর্ণ যেটা ছিল, দেশে আমরা জিতছি, দেশের বাইরে ভালো খেলা। দেশের বাইরে জেতার সময় হয়েছে। এই টেস্ট যেভাবে জিতেছি, সামনে এগিয়ে চলার পথে খুবই ভালো লক্ষণ।”