সকালের সেশনের দিকে তাকিয়ে বাংলাদেশ

তৃতীয় দিনের শেষ বেলায় সুযোগ হারিয়েছে বাংলাদেশ। তা নিয়ে আক্ষেপ না করে সাকিব আল হাসান তাকিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনের দিকে। বাঁহাতি এই অলরাউন্ডারের বিশ্বাস, ওই দুই ঘণ্টার খেলা নিশ্চিত করে দিতে পারে কলম্বো টেস্টে চালকের আসনে থাকবে কোন দল।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 02:43 PM
Updated : 17 March 2017, 02:51 PM

শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে বাংলাদেশ করে ৪৬৭ রান। শেষ বেলায় ১৩ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান করে স্বাগতিকরা।

পি সারা ওভালে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা সাকিব জানান, ম্যাচে এই মুহূর্তে ভারসাম্য রয়েছে।   

“এই টেস্টে কালকের প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। ওরা যদি ভালো ব্যাটিং করে আমাদের হাত থেকে ম্যাচটা বের হয়ে যেতে পারে। আর আমরা যদি ভালো বোলিং করি, কিছু উইকেট নিতে পারি, তাহলে আমাদের পক্ষে আসতে পারে।”

দেশের বাইরে নিজেদের সবচেয়ে বড় লিড নেওয়া বাংলাদেশ এখনও ৭৫ রানে এগিয়ে। সেই সুবিধা চতুর্থ দিনের সকালে নিতে চান সাকিব।

“প্রথম সেশন দুই দল কিভাবে খেলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তিন-চারটা উইকেট নিতে পারি আমরা চালকের আসনে থাকবো।”

পি সারা ওভালে খেলা আগের তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবে এই মাঠে প্রথমবারের মতো নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। তাদের যত সম্ভব কম রানের মধ্যে থামাতে চান সাকিব।