আগুনে কামিন্সকে সামলে ভারতের ভালো শুরু

সাড়ে পাঁচ বছর পর টেস্টে ফিরেই আগুন ঝরিয়েছেন প্যাট কামিন্স। তবে সেই আগুন থেকে নিজেদের অনেকটাই রক্ষা করতে পেরেছে ভারত। অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং স্কোরের জবাব দেওয়ার শুরুটা তাই হয়েছে ভালো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 12:53 PM
Updated : 17 March 2017, 12:53 PM

প্রথম ইনিংসে ১ উইকেটে ১২০ রান তুলে রাঁচি টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ভারত।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলে ৪৫১। অসাধারণ ব্যাটিংয়ে ১৭৮ রানে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ। প্রথম টেস্ট সেঞ্চুরি করে গ্লেন ম্যাক্সওয়েল ফিরেছেন ১০৪ রানে।

পাঁচশর দিকে ছুটতে থাকা অস্ট্রেলিয়াকে থামিয়েছেন রবীন্দ্র জাদেজা, আবারও নিয়েছেন ৫ উইকেট।

নিষ্প্রাণ উইকেটে দারুণ বোলিং করেছেন কামিন্স ও জস হেইজেলউড। তবে ভারতের দুই ওপেনারও তাদের সামলেছেন দারুণ। লোকেশ রাহুল যথারীতি খেলেছেন দুর্দান্ত সব শট।

দ্বিতীয় স্পেলে ফেরা কামিন্সের অসাধারণ এক ডেলিভারিতে ভেঙেছে ৯১ রানের জুটি। স্লোয়ার-বাউন্সারটি এড়াতেই পারেননি রাহুল, ফিরেছেন ৬৭ রানে। তবে মুরালি বিজয় আর চেতেশ্বর পুজারা বাকি সময় কাটিয়ে দিয়েছেন নিরাপদে।

স্টার্কের চোটে সুযোগ পা্ওয়া কামিন্স চিনিয়েছেন নিজের জাত। স্টার্কের বিকল্প অবশ্যই নন, তবে ঠিকই বুঝিছেন ধার তারও কম নেই।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৫১

ভারত ১ম ইনিংস: ৪০ ওভারে ১২০/১ (রাহুল ৬৭, বিজয় ৪২*, পুজারা ১০*; হেইজেলউড ০/২৫, কামিন্স ১/২২, ও’কিফ ০/৩০, লায়ন ০/৪২)।