তামিম ও ইমরুলের জরিমানা

ব্যাটিংয়ের শেষটা এমনিতেই হয়েছে হতাশাজনক। দুজনই আউট হয়েছেন থিতু হয়ে। সেটির সঙ্গে এখন যোগ হচ্ছে জরিমানার খড়গ। আইসিসির আচরণ বিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হবে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 05:21 PM
Updated : 16 March 2017, 05:21 PM

দুজনের ‘অপরাধ’ একই। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে এলবিডব্লিউয়ের আবেদনের সময় তামিম ব্যাট দেখিয়ে আম্পায়ারের দিকে ইঙ্গিত করেছিলেন যে বল ব্যাটে লেগেছে।

ইমরুলের বিপক্ষে আবেদন ছিল ব্যাট-প্যাড ক্যাচের। ইমরুল থাই প্যাডে ইঙ্গিত করে বোঝাতে চাইছিলেন যে বল সেখানেই লেগেছে। আইসিসি আচরণবিধির ২.১.১ অনুযায়ী এটি খেলার চেতনাবিরোধী কাজ।

আম্পায়াররা অভিযোগ আনার পর দিনের খেলা শেষে ম্যাচ রেফারির কাছে অভিযোগ মেনে নেন তামিম ও ইমরুল। আনুষ্ঠানিক শুনানির তাই প্রয়োজন পড়েনি। জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন দুজন।