ভারত-শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ

কখনও শোনা যাচ্ছিল পাকিস্তান, কখনও দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের একটিও নয়, শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্বাগতিক দেশ ও ভারতের সঙ্গী হবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 01:38 PM
Updated : 15 March 2017, 01:38 PM

বাংলাদেশের শততম টেস্ট দেখতে শ্রীলঙ্কায় আসা বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, টি-টোয়েন্টি ক্রিকেটের ওই টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়ে রাজি হয়েছেন তারা।

“আগামী বছর মার্চে শ্রীলঙ্কার স্বাধীনতার ও ওদের ক্রিকেট বোর্ডেরও ৭০ বছর, এটা ওরা বড় আয়োজনে উদযাপন করতে চাইছে। সেই জন্য ওরা একটা টুর্নামেন্ট আয়োজন করতে চায়। সেখানে ওদের সঙ্গে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলছে। আমরা তাতে রাজি হয়েছি।”

বিসিবি সভাপতি জানান, আগামী বছরের ১৫ মার্চ থেকে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি।

“সাতটা টি-টোয়েন্টি ম্যাচ হবে। এখন পর্যন্ত এটাই জানা গেছে। প্রতিটি দল দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। এরপর ফাইনাল।”

সে সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সিরিজ খেলার কথা বাংলাদেশের। শ্রীলঙ্কার টুর্নামেন্টে খেলার আগ্রহ থাকায় এই মধ্যে ক্যারিবিয়ানদের সঙ্গে আলোচনা করে সময় বের করে নিয়েছে বিসিবি।

“ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তখন আমাদের সিরিজ থাকায় সমস্যার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে, সেটা অ্যাডজাস্ট করে নেয়া যাবে।”