ইমার্জিং কাপে বাংলাদেশের গ্রুপে পাকিস্তান

ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের লড়াই শুরু হবে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশের গ্রুপের অপর দুই দল পাকিস্তান ও নেপাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 05:27 PM
Updated : 15 March 2017, 11:59 AM

আট দলের টুর্নামেন্টে অপর গ্রুপটি তুলনামূলকভাবে একটু শক্ত। ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে এই গ্রুপে আছে আফগানিস্তান ও মালেয়েশিয়া।
 
ভারত-শ্রীলঙ্কার গ্রুপের ম্যাচগুলি হবে চট্টগ্রামের এমএ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলি হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্সের দুটি স্টেডিয়ামে। 
 
২৫ মার্চ বাংলাদেশে আসবে দলগুলি। টুর্নামেন্ট শুরু ২৭ মার্চ। প্রতিদিনই ম্যাচ হবে চারটি করে। দুটি সেমিফাইনাল হবে চট্টগ্রামের দুটি মাঠে। ফাইনাল ৩ এপ্রিল, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি হবে দিন-রাতের।
 
চারটি টেস্ট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলবে এই টুর্নামেন্টে। এর বাইরে জাতীয় দলের খেলোয়াড় খেলতে পারবেন চার জন করে। অন্য দলগুলির খেলবে জাতীয় দল।